১৪ ডিসেম্বর ২০১২, শনিবার, ০৪:০৫:৪৮ পূর্বাহ্ন


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ারের অভিষেক মিলনমেলায় পরিণত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ারের অভিষেক মিলনমেলায় পরিণত নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নিউইয়র্কসহ অন্যান্য স্টেটে কোম্পানীগঞ্জবাসীর বসবাস। সেই কোম্পানীগঞ্জবাসীর পাশে দাঁড়াতে এবং নিজ নিজ এলাকার উন্নয়নে প্রতিষ্ঠা করা হয় এ সংগঠন। এখানে বসবাসরত লোকজন নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও সংহতি এই সংগঠনের মাধ্যমে তুলে ধরছে। সেই সঙ্গে বিভিন্ন দুর্যোগ-দুর্ভোগে দেশের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ক ইউএসএ ১৯৯১ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নিজ কমিউনিটি এবং এলাকার উন্নয়নে কাজ করে আসছে। এ সংগঠনের আগামী তিন (২০২৫-২৬-২৭) বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অভিষেক গত ১০ নভেম্বর বর্নিল আয়োজনে ওজন পার্কের মুনা সেন্টারে অনুষ্ঠিত হয়। যোগ্য নেতৃত্বে ক্ষেত্রে যা হয়, তাই দেখা যায় এই অনুষ্ঠানে। সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অডিটোরিয়াম। নারী-পুরুষসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। উপচেপড়া ভিড় লোকারণ্যে মুখরিত আয়োজকদের অসাধারণ আয়োজন। অনুষ্ঠান পরিচালনায় সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজের অভিজ্ঞতা ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানকে সুন্দর, সফল ও সার্থক করে তোলে। নতুন কমিটিকে উচ্ছ্বাস, আবেগও হৃদয়ের গহিনে বরণ করার জন্য প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে অভিষেক অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষ এসেছিল। পরদিন স্কুল, তারপরেও বাচ্চারা আনন্দকে ভাগাভাগি করে নেয়। নতুন প্রজন্মের উপস্থিতি নিজেদের বনেদী ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয় এবং সম্পৃক্ত হন।

অভিষেক অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। এই পর্বে সভাপতিত্ব করেন আহ্বায়ক মাস্টার শাহ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট হানিফ। অভিষেক অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন অভিষেক অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হাজি আব্দুল মান্নান ও বিদায়ী সভাপতি আব্দুল আলিম জিহাদী। নবনির্বাচিত কমিটির ভবিষ্যৎ যাত্রার সাফল্য কামনা ও কর্মকা-ে সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক হাজি আব্দুল মান্নান ও বিদায়ী সভাপতি আব্দুল আলিম জিহাদি ও বিদায়ী কমিটির কার্যকরি সদস্য আলমগীর হোসেন। 

অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম বিগত কার্যকালীন সময়ের হিসাব উত্থাপন করেন এবং উত্তরণ নামের স্মরণিকার মোড়ক ও উন্মোচন করেন। বিদায়ী সভাপতি ও আহ্বায়কের বক্তব্যের পর নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা। এ সময় কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুস শহিদ, এ এস এম মাইন উদ্দিন পিন্টু, মোহাম্মদ এ জিলানী, নইম উদ্দিন উপস্থিত ছিলেন। অভিষেকের আগে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সব সদস্য নতুন কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। কমিশনের স্বাগতিক বক্তব্যের পর নবনির্বাচিত কমিটিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

শপথবাক্য পাঠের মাধ্যমে যারা অভিষিক্তরা হলেন-সভাপতি মোহাম্মদ নুর আলম সিদ্দিক মুন্না, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোতাছেম বিল্লাহ সিরাজী, সহ-সভাপতি মোহাম্মদ এ হক আজিজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন উল্লাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম সবুজ, সহ-কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওয়ালী উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, অফিস সম্পাদক জহির উদ্দিন ভূইয়া, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোকারাম হোসেন, কার্যকরি সদস্য শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ মামুন।

শপথ অনুষ্ঠান শেষে সভার সভাপতি মাস্টার শাহ্ আলম সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সম্পন্ন করেন। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। এ পর্বে সভাপতিত্ব করেন অভিষিক্ত সভাপতি মোহাম্মদ নুর আলম সিদ্দিক মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ও বর্তমান কমিটির সেক্রেটারি মোশাররফ হোসেন সবুজ। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আব্দুল আলিম জিহাদী ও কোষাধ্যক্ষ কামরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বিদায়ী সভাপতি আব্দুল আলীম জিহাদী অভিষিক্ত সভাপতি মোহাম্মদ নুর আলম সিদ্দিকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। আলোচনার পূর্বে নির্বাচিত সভাপতি স্বাগতিক বক্তব্যে সুন্দর কর্মপন্থা নির্ধারণ করে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানিয়ে বক্তব্যের প্রারম্ভেই বিগত ৩৩ বছরে অ্যাসোসিয়শনকে আজকের এই পর্যায়ে যারা নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও যারা লোকান্তরিত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আমাদের কাজ অনেক। লক্ষ্য স্থির। সমিতির কার্যক্রম লাশ দাফনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সদস্যপদ সংগ্রহ সহজতর করে সদস্যসংখ্যা বৃদ্ধি করা, পিকনিকের আয়োজন, কবরের জায়গা ক্রয়, শিক্ষাবৃত্তি চালু, ভোট প্রদানের ব্যবস্থা করা, মামলা মুক্ত করা, অর্থ প্রদানে স্বচ্ছতা এবং সমিতিকে সদস্যবান্ধব করে সংগঠনকে শীর্ষে নিয়ে যাওয়া হবে আমাদের কাজ। মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সাধারণ সম্পাদক লতিফুর রহমান লিটন, সাবেক সভাপতি মোতাহার হোসেন, সাবেক সভাপতি সেলিম চৌধুরী, ভিপি বাবুল, মাস্টার শাহ আলম, প্রধান সমন্বয়ক হাজী আব্দুল মান্নান, আবু সুফিয়ান, সেলিম জাহিদ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নজমুল হাছান মানিক, সেক্রেটারি ইউসুফ জসিম প্রমুখ।

শেয়ার করুন