৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ৬:৪৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


বন্যার্তদের পাশে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
বন্যার্তদের পাশে নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাব অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান


নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গত ৮ অক্টোবর জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে। ক্লাব সভাপতি লায়ন রকি আলিয়ানের সভাপতিত্বে সভায় লায়ন্স ডিস্ট্রিক্ট-২০ আর ২-এর গভর্নর লায়ন টেরি পালাদিনী, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী এম জি এফ কেবিনেট সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, নিউইয়র্ক ফিনান্সিয়াল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন সিড বামগার্টেন, ব্রঙ্কস লায়ন্স ক্লাবের সভাপতি ও জোন চেয়ার লায়ন সাইফুল ইসলাম, রিজিওন চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ পিএম জিএফ, জোন চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব। ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবদুর রাশিদ বাবু ও ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন আলমগীর খান আলম।

সভায় লায়ন্স গভর্নর লায়নস ক্লাবের উদ্দেশ্য ও সেবার পরিধি ও মেম্বারশিপ বর্ধিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সর্বোচ্চ সদস্য স্পনসরদের মধ্যে লায়ন পিন হস্তান্তর করেন। এছাড়াও সভায় বিগত লায়ন্স বিগত ক্লাবের ইনস্টলেশন সেরিমনির পর্যালোচনা ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সেই সঙ্গে লায়ন্স হোয়াটস্যাপ গ্রুপ ও ক্লাব বাইলস নিয়েও আলোচনা হয়। সভায় বাংলাদেশে অতি সম্প্রতি ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য এই পর্যন্ত তিন হাজার ডলারের একটি তহবিল উত্তোলনের ব্যাপারে অবহিত করা হয়। সভায় সাধারণ সদস্যরা একটি সফল অভিষেক অনুষ্ঠানের জন্য অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন রানো নেওয়াজ, কনভেনার লায়ন মশিউর রহমান ও সদস্য সচিব লায়ন গোলাম এন হায়দার মুকুট সহ সবার প্রশংসা করেন।

সভায় ক্লাব ডিরেক্টরদের মধ্যে লায়ন রানো আমেনা নেওয়াজ এম জি এফ লায়ন নুরুল আজিম, এ কে এম রফিকুল ইসলাম ডালিম, লায়ন চৌধুরী আবুল কাশেম, লায়ন এ এফ মিসবাউজ্জামান, লায়ন মোস্তফা অনিক রাজ্, লায়ন মো. জাকির হোসেন জুয়েল, লায়ন মো. এ বি সিদ্দিক ।

সভায় আরো উপস্থিত ছিলেন-ভাইস প্রেসিডেন্ট লায়ন হাসান জিলানী, লায়ন মো. রুহুল আমিন ও লায়ন মশিউর রহমান, ট্রেজারার ফেমড রকি, জয়েন্ট সেক্রেটারি লায়ন আনিসুল ইসলাম টনি ও গোলাম এন হায়দার মুকুট।

শেয়ার করুন