০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি ভারতের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৪
বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর/ছবি সংগৃহীত


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশ বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা পাঁচটি প্রশ্নের লিখিত জবাবে এস জয়শঙ্কর এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতের লোকসভা আজ শুক্রবার ওই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করে।

প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, চলতি বছরের আগস্ট ও এর পরে বিভিন্ন সময় বাংলাদেশজুড়ে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর সহিংসতা, তাদের ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার বেশ কিছু খবর দেখেছে সরকার। ঘটনাগুলো ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

চালতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। এসব ঘটনার পর বাংলাদেশ সরকার বিশেষ নিরাপত্তার নির্দেশ দেয়। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশে সংখ্যালঘু-সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে উল্লেখ করে বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশের সরকারের।

শেয়ার করুন