৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১০:২৭ পূর্বাহ্ন


সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু জালাল উদ্দীন শাহী


ব্রঙ্কসে সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন শাহী (৬০) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে. গত ৩০ নভেম্বর শনিবার আনুমানিক রাত ৯টায় ক‍্যাসল হিল এবং বার্কনার বুলোভার্ডের সংযোগস্থলে রাস্তা পারাপারের সময় একটা গাড়ি তাকে হিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই সময় গাড়িচালক মহিলাই পুলিশকে কল করলে সঙ্গে সঙ্গে পুলিশ আসে। অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, জালাল উদ্দিন শাহী দীর্ঘ ১২ বছর যাবৎ ব্রঙ্কসের ক‍্যাসলহিল এলাকায় বসবাস ভাগনেদের সঙ্গে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে তিনি পার্কচেস্টার থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন এবং দুর্ঘটনার শিকার হন। তার দেশের বাড়ি সিলেটের শিবগঞ্জে। যুক্তরাষ্ট্রে আসার আগে সিলেট বন্দর বাজারে তার ‘লন্ডন ফটোস্টুডিও’ নামের একটা অতি সুপরিচিত ব‍্যবসাপ্রতিষ্ঠান ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাদের মধ্যে দুইজন লন্ডনে এবং বাকিরা বাংলাদেশে বসবাস করেন। তার বড়ভাই জামাল উদ্দীন নিউইয়র্কে এমটিএতে কর্মরত রয়েছে। জালাল উদ্দিন শাহীর নামাজে জানাজা গত ২ ডিসেম্বর বাদ এশা ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। তার জানায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। জানাজার আগে তার ভাই জামাল উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি জানান যে, লন্ডনে তার এক ছেলে এবং মেয়ে রয়েছেন। তাদের অনুমতিক্রমেই জালাল উদ্দিন শাহীকে নিউজার্সির টটোয়ার মুসলিম গোরস্থানে দাফন করা হয় গত ৩ ডিসেম্বর।

এদিকে জালালা উদ্দিন শাহীর মর্মান্তিক মৃত্যুতে পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন