১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০৪:৩৮:৩৪ পূর্বাহ্ন


দেবিদ্বারবাসীর ২৭তম ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
দেবিদ্বারবাসীর ২৭তম ইফতার মাহফিল দেবিদ্বারবাসীর ইফতার মাহফিলে অতিথি ও আয়োজকবৃন্দ


নিউইয়র্কে বসবাসরত দেবিদ্বারবাসীর ২৭ তম ইফতার মাহফিল বিশেষ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটি শুধুমাত্র দেবিদ্বারবাসীরই নয় বরং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। গত ২৩ মার্চ রোববার জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিপুলসংখ্যক দেবিদ্বারবাসী উপস্থিত ছিলেন। সবাই একত্রিত হয়ে সিয়াম সাধনার পর ইফতার গ্রহণ করেন এবং পরিপূর্ণ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দোয়া ও মুনাজাতের মাধ্যমে রমজানের বরকত লাভের চেষ্টা করেন।

এবারের ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন হাজী ক্যাম্প মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মোঃ রফিকুল ইসলাম। তাঁর দোয়া ও মুনাজাতের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা, শান্তি এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়। মাহফিল শেষে সকলেই একত্রিত হয়ে দেশ ও বিদেশের মুসলিমদের জন্য শান্তি, নিরাপত্তা, সুখ এবং সমৃদ্ধি প্রার্থনা করেন।

এ ধরনের ইফতার মাহফিল শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক উদ্যোগও। এর মাধ্যমে কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, সংহতি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়। পাশাপাশি, ধর্মীয় ঐক্য ও শান্তির অঙ্গীকারও প্রতিফলিত হয়। এই মাহফিলের মাধ্যমে দেবিদ্বারবাসী তাঁদের ঐতিহ্য অনুসরণ করে একে অপরের সঙ্গে মিলিত হয়ে রমজানের মহিমা এবং সৌন্দর্য উপভোগ করেন।

দেবিদ্বারবাসীর এই ঐতিহ্যবাহী ইফতার মাহফিল আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে, এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এছাড়াও, এই ধরনের আয়োজনগুলি কমিউনিটিকে আরও সুসংহত এবং সুশৃঙ্খল রাখার পাশাপাশি, ধর্মীয় মূল্যবোধ এবং সৌহার্দ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: ফারুক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্বা ও সমাজ সেবক মোঃ হালিম মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, ব্যবসায়ী মুহাম্মদ দুলাল, কেনু খান, আবু তাহের, মোহাম্মদ কামরুজ্জামান, মুন্সি কামাল, মোঃ জসিমউদ্দিন সরকার, মোঃ জহিরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ বাদল, ইঞ্জিনিয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার মোঃ এলাম, মোঃ কামাল, মোঃ সুলতান, মোঃ কাজল, মোঃ মিজান, মোঃ শাওন, মোঃ ফুল মিয়া, মোঃ রাজ, মোঃ পনির, মোঃ রাসেল, মোঃ হারুন, মো জাহাঙ্গীর, খোকন মীর, মোঃ জনি, মোঃ আনিছ, শিউলি আক্তার, নিলিমা আক্তার, স্বপ্না আক্তার, ইলিন আক্তার, কানিজ ফাতেমা, কাজী কামরুল প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলো ভিপি জহিরুল ইসলাম মোল্লা।

শেয়ার করুন