৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৯:১৭ অপরাহ্ন


৪০০ ডলারের ইনফ্লেশন রিফান্ড: কারা, কবে, কীভাবে পাবেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৫
৪০০ ডলারের ইনফ্লেশন রিফান্ড: কারা, কবে, কীভাবে পাবেন ইনফ্লেশন রিফান্ড


নিউ ইয়র্কস্টেট গভর্নমেন্ট ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, স্টেটের মধ্যবিত্ত ও নিম্নআয়ের নাগরিকদের জন্য এককালীন ইনফ্লেশন রিফান্ড চেক বিতরণ শুরু করবে। গভর্নর ক্যাথি হোকুল এই কর্মসূচিকে জনগণের পকেটে টাকা ফেরত বলে আখ্যায়িত করেছেন। এই রিফান্ডের সর্বোচ্চ পরিমাণ হবে ৪০০ ডলার যা মূলত অতিরিক্ত বিক্রয় কর থেকে সংগৃহীত অর্থ স্টেটবাসীর মধ্যে ফেরত দেওয়ার উদ্যোগ। এই কর্মসূচির মোট ব্যয় হবে আনুমানিক ২ বিলিয়ন ডলার। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির চলমান চাপ এবং নিউ ইয়র্কে উচ্চ জীবনযাত্রার খরচ মোকাবেলায় মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে।

এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাদের আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য করদাতাদের ঠিকানায় চেক পাঠাবে। নিউ ইয়র্ক স্টেট গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, এই প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয়; নতুন করে কোনো ফর্ম পূরণ করতে হবে না বা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আপনি যদি যোগ্য হন, তাহলে মেইলের মাধ্যমে চেক পাঠানো হবে।

এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাকে ২০২৩ সালের নিউ ইয়র্ক স্টেট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা থাকতে বা দিতে হবে। যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তির স্টেট ভিত্তিক সমন্বিত মোট আয় ১৫০,০০০ ডলার বা তার কম হতে হবে, আর যারা যৌথভাবে ট্যাক্স ফাইল করেছেন তাদের সম্মিলিত আয় ৩০০,০০০ ডলার বা কম হতে হবে। যারা এই নির্ধারিত আয়ের সীমার বেশি আয় করেছেন কিংবা অন্য কারো ট্যাক্স রিটার্নে ‘ডিপেনডেন্ট’ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন, তারা এই ত্রাণের জন্য যোগ্য হবেন না।

রিফান্ডের পরিমাণ নির্ধারিত হবে করদাতার বার্ষিক আয় ও ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী। এককভাবে ট্যাক্স ফাইলকারীরা যদি ৭৫,০০০ ডলার বা তার কম আয় করেন, তারা ২০০ ডলার পাবেন; আর যদি তাদের আয় ৭৫,০০১ ডলার থেকে ১৫০,০০০ ডলার এর মধ্যে হয়, তাহলে পাবেন ১৫০ ডলার। যারা যৌথভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং যাদের সম্মিলিত আয় ১৫০,০০০ ডলার বা তার কম, তারা পাবেন ৪০০ডলার, আর যদি আয় ১৫০,০০১ ডলার থেকে ৩০০,০০০ ডলার হয়, তাহলে পাবেন ৩০০ ডলার।

যদিও এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, কর্মকর্তারা আশা করছেন যে রিফান্ড চেকগুলো ২০২৫ সালের শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পাঠানো শুরু হবে। এই রিফান্ড পরিকল্পনাটি রাজ্যের বাজেট আলোচনা চলাকালে উত্থাপন করা হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা বিলম্বে এগোচ্ছে। যদিও অনেক আইনপ্রণেতা ও অধিকার সংস্থা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে, তবুও কেউ কেউ এককালীন এই ত্রাণ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রাজ্যের লাখ লাখ মানুষের জন্য এটি নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। ডিপার্টমেন্ট অফ ফিন্যান্স -এর বিভাগের এক মুখপাত্র বলেন, এই অর্থ দিয়ে মানুষ মুদির বাজার করতে পারবে, ইউটিলিটি বিল দিতে পারবে বা অন্তত সপ্তাহটা একটু স্বস্তিতে কাটাতে পারবে।নিউ ইয়র্কে ৪০০ ডলার ইনফ্লেশন রিফান্ড: কারা পাবেন, কবে পাবেন, কীভাবে পাবেন

নিউ ইয়র্কস্টেট গভর্নমেন্ট ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে, স্টেটের মধ্যবিত্ত ও নিম্নআয়ের নাগরিকদের জন্য এককালীন ইনফ্লেশন রিফান্ড চেক বিতরণ শুরু করবে। গভর্নর ক্যাথি হোকুল এই কর্মসূচিকে জনগণের পকেটে টাকা ফেরত বলে আখ্যায়িত করেছেন। এই রিফান্ডের সর্বোচ্চ পরিমাণ হবে ৪০০ ডলার যা মূলত অতিরিক্ত বিক্রয় কর থেকে সংগৃহীত অর্থ স্টেটবাসীর মধ্যে ফেরত দেওয়ার উদ্যোগ। এই কর্মসূচির মোট ব্যয় হবে আনুমানিক ২ বিলিয়ন ডলার। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মুদ্রাস্ফীতির চলমান চাপ এবং নিউ ইয়র্কে উচ্চ জীবনযাত্রার খরচ মোকাবেলায় মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে।

এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাদের আলাদাভাবে কোনো আবেদন করতে হবে না। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্যাক্সেশন অ্যান্ড ফাইন্যান্স ২০২৩ সালের ট্যাক্স রিটার্ন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য করদাতাদের ঠিকানায় চেক পাঠাবে। নিউ ইয়র্ক স্টেট গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, এই প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয়; নতুন করে কোনো ফর্ম পূরণ করতে হবে না বা আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই। আপনি যদি যোগ্য হন, তাহলে মেইলের মাধ্যমে চেক পাঠানো হবে।

এই রিফান্ড পাওয়ার জন্য করদাতাকে ২০২৩ সালের নিউ ইয়র্ক স্টেট ইনকাম ট্যাক্স রিটার্ন জমা থাকতে বা দিতে হবে। যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তির স্টেট ভিত্তিক সমন্বিত মোট আয় ১৫০,০০০ ডলার বা তার কম হতে হবে, আর যারা যৌথভাবে ট্যাক্স ফাইল করেছেন তাদের সম্মিলিত আয় ৩০০,০০০ ডলার বা কম হতে হবে। যারা এই নির্ধারিত আয়ের সীমার বেশি আয় করেছেন কিংবা অন্য কারো ট্যাক্স রিটার্নে ‘ডিপেনডেন্ট’ হিসেবে তালিকাভুক্ত রয়েছেন, তারা এই ত্রাণের জন্য যোগ্য হবেন না।

রিফান্ডের পরিমাণ নির্ধারিত হবে করদাতার বার্ষিক আয় ও ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী। এককভাবে ট্যাক্স ফাইলকারীরা যদি ৭৫,০০০ ডলার বা তার কম আয় করেন, তারা ২০০ ডলার পাবেন; আর যদি তাদের আয় ৭৫,০০১ ডলার থেকে ১৫০,০০০ ডলার এর মধ্যে হয়, তাহলে পাবেন ১৫০ ডলার । যারা যৌথভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং যাদের সম্মিলিত আয় ১৫০,০০০ ডলার বা তার কম, তারা পাবেন ৪০০ডলার, আর যদি আয় ১৫০,০০১ ডলার থেকে ৩০০,০০০ ডলার হয়, তাহলে পাবেন ৩০০ ডলার।

যদিও এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি, কর্মকর্তারা আশা করছেন যে রিফান্ড চেকগুলো ২০২৫ সালের শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে পাঠানো শুরু হবে। এই রিফান্ড পরিকল্পনাটি রাজ্যের বাজেট আলোচনা চলাকালে উত্থাপন করা হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা বিলম্বে এগোচ্ছে। যদিও অনেক আইনপ্রণেতা ও অধিকার সংস্থা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে, তবুও কেউ কেউ এককালীন এই ত্রাণ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রাজ্যের লাখ লাখ মানুষের জন্য এটি নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। ডিপার্টমেন্ট অফ ফিন্যান্স -এর বিভাগের এক মুখপাত্র বলেন, এই অর্থ দিয়ে মানুষ মুদির বাজার করতে পারবে, ইউটিলিটি বিল দিতে পারবে বা অন্তত সপ্তাহটা একটু স্বস্তিতে কাটাতে পারবে।

শেয়ার করুন