০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ব্রঙ্কস ও ম্যানহাটনে কুমোকে ছাড়িয়ে যাওয়ার পথে, ব্রুকলিনে সমানে সমান
জামাল বোম্যানের সমর্থন পেলেন জোহরান মামদানি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
জামাল বোম্যানের সমর্থন পেলেন জোহরান মামদানি জোহরান মামদানিকে সমর্থন দিয়ে বক্তব্য রাখছেন মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য জামাল বোম্যান


নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রে‍টিক প্রাইমারির লড়াইয়ে বড় ধরনের সমর্থন পেলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার (ডিএসএ) প্রার্থী জোহরান মামদানি। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য জামাল বোম্যান ১৯ মে মামদানিকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন। এই ঘোষণাটি এলো এমন একসময়ে যখন টানা পাঁচটি জনমত জরিপে মামদানি দ্বিতীয় স্থানে রয়েছেন এবং অ্যান্ড্রু কুমোর সঙ্গে ব্যবধান দ্রুত কমিয়ে আনছেন, বিশেষ করে ব্রঙ্কস ও ম্যানহাটনে। ব্রুকলিনে দুই প্রার্থী এখন সমানে সমান।

কংগ্রেসের সাবেক সদস্য জামাল বোম্যান, যিনি ২০২৪ সালের ডেমোক্রে‍টিক প্রাইমারিতে ব্রঙ্কস অংশে ৮৩-১৭ শতাংশ ভোটে জয়ী হন, বলেন, এই সময়ে যখন অনেক রাজনীতিক ট্রাম্পের শ্রমজীবীবিরোধী নীতিতে সায় দিচ্ছেন, তখন মামদানি প্রতিশ্রুতি দিচ্ছেন একটি সত্যিকারের জনগণের সিটি গঠনের। আমি গর্বিতভাবে তাকে সমর্থন করছি। এর আগে এপ্রিলে স্টেট সিনেটর গুস্তাভো রিভেরাও মামদানির প্রচারাভিযানে সমর্থন দেন। বিশ্লেষকদের মতে, এসব সমর্থন মামদানির প্রচারে নতুন গতি এনেছে, বিশেষ করে কৃষ্ণ ও লাতিনো ভোটারদের মধ্যে। মাত্র এক মাসে ব্রঙ্কসে মামদানির জনসমর্থন চারগুণ বেড়েছে এবং লাতিনো ভোটারদের মধ্যে তার সমর্থন ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ মারিস্ট জরিপে দেখা গেছে, মামদানি এখন কুয়োমোর ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। ব্রুকলিনে তারা এখন সমান জনপ্রিয়। অন্যদিকে শতভাগ নামপরিচিতি থাকা সত্ত্বেও কুয়োমোর প্রচারযন্ত্র পিছিয়ে আছে বলে বিশ্লেষকদের মতো। বিপরীতে মামদানি শিবির ইতোমধ্যে ৪.৫ লাখেরও বেশি বাড়িতে প্রচার চালিয়েছে এবং সম্প্রতি আরো ৫ লাখ ডলারের টেলিভিশন বিজ্ঞাপন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

মামদানি বলেন, বোম্যান সব সময় ব্রঙ্কসের সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছেন, ট্রাম্পপন্থী রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার সমর্থন শুধু ব্রঙ্কসেই নয়, সারা শহরে আমাদের অবস্থানকে আরো জোরালো করবে এবং কুয়োমোর ব্যর্থতা ও দুর্নীতির রেকর্ড স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করবে।

মামদানির প্রার্থিতা ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচিত কর্মকর্তা, শ্রম সংগঠন এবং প্রগতিশীল সংগঠনের সমর্থন পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন: কংগ্রেসওম্যান নিদিয়া ভেলাজকেজ, সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস, নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র‍্যাড ল্যান্ডার, ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেনোসো, স্টেট সিনেটর জাবারী ব্রিসপোর্ট ও জুলিয়া সালাজার, অ্যাসেম্বলি সদস্য ফারাহ সুফরান্ট ফরেস্ট ও মার্সেলা মিতায়নেস, সিটি কাউন্সিল সদস্য টিফানি কাবান, আলেক্সা অ্যাভিলেস, ক্রিস্টাল হাডসন প্রমুখ।

শ্রমজগত থেকে ইউনাইট হেয়ার লোকাল ১০০, ডিস্ট্র্রিক্ট কাউন্সিল ৩৭ এবং ইউনাইটেড অটো ওয়ার্কার্স রিজিয়ন ৯এ মামদানির প্রচারকে সমর্থন জানিয়েছে। ডিএসএ, নিউইয়র্ক ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি, জিউস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, নিউইয়র্ক প্রোগ্রেসিভ অ্যাকশন নেটওয়ার্ক, সিএএএভি, ড্রাম, এমগেজ অ্যাকশন, মেক দ্য রোড অ্যাকশনসহ অসংখ্য প্রগতিশীল সংগঠন মামদানির পক্ষে মাঠে নেমেছে। নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রে‍টিক প্রাইমারি আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। কুয়োমো ও মামদানি ছাড়াও আরো কয়েকজন প্রার্থী এই দৌড়ে থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রগতিশীল শিবির এখন স্পষ্টভাবে মামদানির পেছনে একত্রিত হচ্ছে।

শেয়ার করুন