১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:২২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


পারমিট ছাড়া ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে ঢুকতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
পারমিট ছাড়া ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে ঢুকতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ


চলতি হজ মৌসুমে পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করায় এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন মুসল্লিকে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি আরব। গত ৩১ মে রোববার এক সংবাদ সম্মেলনে সৌদি নিরাপত্তা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এ বছর সরকার নজিরবিহীনভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে। সরকার বলছে, পারমিট ছাড়া হজ পালনে আগত অননুমোদিত ব্যক্তিরাই অতিরিক্ত ভিড়ের মূল কারণ। এমনকি গত বছর প্রচণ্ড গরমে হজের সময় যেসব মৃত্যুর ঘটনা ঘটেছিল, তার পেছনেও অননুমোদিত হাজিদের ভূমিকা ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ বছর হজে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন এবং আরো হাজি আসার কথা রয়েছে।

সৌদি হজ নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালন করতে পারবেন না, এমনকি কেউ মক্কায় স্থায়ীভাবে বসবাস করলেও নয়। নির্দেশনা অমান্যকারীদের জন্য রয়েছে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা, আটক এবং দেশ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির বিধান। এ বছর এখন পর্যন্ত ২৩ হাজার সৌদি অধিবাসীকে হজ নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে এবং ৪০০টির বেশি হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি সংবাদ সম্মেলনে বলেন, হাজি আমাদের নজরে আছেন এবং কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

হজ ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে আসেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত গরম, বিশাল ভিড় এবং নিরাপত্তাজনিত কারণে হজ ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সৌদি সরকার। চলতি বছর হজ নিরাপত্তায় প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব ড্রোন নজরদারি, ভিড় পর্যবেক্ষণ এবং অগ্নিনির্বাপণ-তিনটি কাজেই ব্যবহার করা হবে।

সৌদি সরকারের কড়া অবস্থান এবারের হজে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়। তবে পারমিট ছাড়া হজে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ হজ ব্যবস্থাপনার ভবিষ্যৎ দিকনির্দেশনাকেই তুলে ধরছে। 

শেয়ার করুন