১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:২৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


সোশ্যাল মিডিয়া যাচাইয়ের নির্দেশ
যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ পুনরায় চালু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ পুনরায় চালু প্রতীকী ছবি


পুনরায় স্টুডেন্ট ভিসা ইস্যুর নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন। তবে ভিসা প্রার্থীর সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরই ভিসা ইস্যু করা হবে। গত ১৮ জুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব দূতাবাসে নয়া এই নির্দেশ প্রেরণ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে জড়িত অথবা সমর্থক অথবা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের কঠোর সমালোচক বলে কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলে সংশ্লিষ্ট বিদেশিকে স্টুডেন্ট ভিসার অযোগ্য বিবেচনার নির্দেশনা রয়েছে সেখানে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে গাজাায় ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদে তুমুল বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণকারী ও আয়োজকদের অধিকাংশই ছিলেন ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা’। এছাড়া যুদ্ধবিরোধী এবং বর্ণবৈষম্যবিরোধী আচরণের প্রতিবাদ সমাবেশেও ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’দের আধিক্য পরিলক্ষিত হয়েছে। এমন অবস্থাকে চলতে দিতে নারাজ ট্রাম্প প্রশাসন গত মাসের শেষে স্টুডেন্ট ভিসা প্রার্থীদের ইন্টারভিউ স্থগিতের নির্দেশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ অর্থবছর ৪ লাখের অধিক স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে যুক্তরাষ্ট্র। নয়া এই যাচাই-বাছাই প্রক্রিয়ায় চলতি শিক্ষা বছর খুব কমসংখ্যক স্টুডেন্ট ভিসা ইস্যুর আশঙ্কা করা হচ্ছে। দূতাবাসসমূহে প্রেরিত নির্দেশনা অনুযায়ী আবেদনকারীর সোশ্যাল মিডিয়া বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে। এজন্য লাগবে অতিরিক্ত সময়। এ ধরনের আরেকটি কর্মসূচি চালু করা হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অথবা প্রযুক্তি কিংবা কোনো গবেষণা প্রকল্পে অংশগ্রহণে ইচ্ছুকদের জন্যেও। আর এমন পদক্ষেপ অবলম্বন করা হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন-সমাবেশ আয়োজনের পর থেকেই। এমন কর্মসূচির নেপথ্য সংগঠকদের ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে।

ইউএসসিআইএস (ইউএস ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিস) সূত্রে জানা গেছে যে, গ্রিনকার্ড কিংবা সিটিজেনশিপের আবেদনকারীদের সোশ্যাল মিডিয়াও একইভাবে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আবেদনের ফরমে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক উল্লেখ করতে হবে।

এফ এম এবং জে ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে যাচাই-বাছাইয়ের এহেন নির্দেশনার সমালোচনা করে আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের সরকার সম্পর্কিত চিফ অব স্টাফ সারাহ স্প্রিটজার ১৮ জুন বলেছেন, আশা করছি উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে আসতে আগ্রহীদের মধ্যে এ প্রক্রিয়ায় হতাশা সৃষ্টি হবে না। আর এমন প্রক্রিয়াকে আমরা যেন ভিসা নাকচের অবলম্বন হিসেবে বিবেচনা না করি। কারণ উচ্চশিক্ষা শেষে মেধাবির অধিকাংশই যুক্তরাষ্ট্রে বসতি গড়েন অর্থাৎ যুক্তরাষ্ট্রের উন্নয়ন-কল্যাণেই মেধার বিনিয়োগ ঘটান।

স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকা তথা শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার মধ্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি পরিক্রমায় শিক্ষা ও গবেষণার পরিবেশ সুরক্ষায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছেন।

এদিকে, ‘দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেইন স্টুডেন্ট এডভাইজার’ তথা নাফসার (National Association of Foreign Student Advisers) পাবলিক পলিসি সম্পর্কিত উপনির্বাহী পরিচালক জিল অ্যালেন সন্তোষ প্রকাশ করে বলেছেন, স্টুডেন্ট ভিসা ইস্যুর কার্যক্রম আবারও শুরু হলো, এটি সবার জন্যই স্বস্তিদায়ক। আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতির মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের মর্যাদা সমুন্নত থাকে এবং একই সঙ্গে মার্কিন অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। কারণ বিদেশি শিক্ষার্থীর প্রায় সবাই পুরো বেতনে অধ্যয়ন করেন। থাকা-খাওয়ার খরচও উচ্চহারে ব্যয় করেন।

শেয়ার করুন