১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৫৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


স্বাস্থ্যসেবা, অর্থনীতি ও মানবাধিকার হুমকির মুখে
নিউইয়র্কের ধ্বংস ডেকে আনছে ট্রাম্পের বিগ আগলি বিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৭-২০২৫
নিউইয়র্কের ধ্বংস ডেকে আনছে ট্রাম্পের বিগ আগলি বিল ডোনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত রিপাবলিকানদের প্রস্তাবিত “বিগ আগলি বিল” (ওয়ান বিগ বিউটিফুল বিল) পাশ করেছে, যার ফলে নিউ ইয়র্ক রাজ্যসহ সারা দেশের স্বাস্থ্য খাতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। গভর্নর ক্যাথি হোকুল এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই বিল শুধু স্বাস্থ্যসেবা কেটে দিচ্ছে না, বরং লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলছে। তার ভাষায়, নিউ ইয়র্কের প্রতিটি মানুষ উচ্চমানের স্বাস্থ্যসেবার অধিকারী হওয়া উচিত, এটি একটি মৌলিক মানবাধিকার। রিপাবলিকানরা এই অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ করে থাকব না।

বিলে প্রস্তাবিত বাজেট কাটের ফলে নিউ ইয়র্কে হাসপাতাল ও হেলথ সিস্টেমগুলোতে প্রায় ৮ বিলিয়ন ডলার ফান্ড কমে যাবে। এই কারণে স্টেটে মোট ৬৫,০০০ জনের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, যার মধ্যে ৩৪,০০০ জন সরাসরি হাসপাতালের কর্মী। স্বাস্থ্যসেবা খাতে এই বিশাল ধ্বস নিউ ইয়র্ক স্টেটের অর্থনীতিতে ১৪.৪ বিলিয়ন ডলারের ক্ষতির কারণ হতে পারে। হাসপাতালে কর্মসংস্থান হ্রাসের পাশাপাশি প্রায় ২৯,০০০ জন পরোক্ষভাবে প্রভাবিত হবেন, যার ফলে স্থানীয় অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এই বিল কার্যকর হলে শুধুমাত্র নিউ ইয়র্কে ১.৫ মিলিয়ন মানুষ স্বাস্থ্যবিমা হারাবেন। মেডিকেইড ও এসএনসিয়াল প্ল্যান-এর মতো কর্মসূচিতে ব্যাপক ছাঁটাইয়ের ফলে, অনেক নিম্নআয়ের বাসিন্দা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। ইয়েল ও ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া-এর গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, যদি এই বিল আইনে পরিণত হয়, তাহলে প্রতি বছর যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৫১,০০০ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটতে পারে। গবেষণাপত্রে বলা হয়েছে, স্বাস্থ্য বিমার সুযোগ হ্রাস, নার্সিং হোমের কর্মী সংখ্যা নিয়ন্ত্রণ তুলে দেওয়া এবং কর ছাড় বাতিল-সব মিলিয়ে এই বিল যুক্তরাষ্ট্রে মৃত্যুর শীর্ষ ১০ কারণের একটি হয়ে উঠতে পারে।

নিউ ইয়র্কের গ্রামীণ হাসপাতাল এবং কমিউনিটি হেলথ সেন্টারগুলিও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। এই প্রতিষ্ঠানগুলো মেডিকেইড তহবিলের ওপর নির্ভরশীল হয়ে থাকে। কমিউনিটি হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক স্টেট জানিয়েছে, এ ধরনের কেন্দ্রগুলোতে প্রায় ৩০০ মিলিয়ন ডলার সরাসরি ক্ষতি হবে, এবং প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই হতে পারে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলো রাজ্যের প্রতি আটজনের একজন মানুষকে চিকিৎসা সেবা দিয়ে থাকে যাদের অনেকেই নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর।

নিউ ইয়র্ক স্টেটের সব অর্থনৈতিক অঞ্চলেই এই বিলের বিরূপ প্রভাব পড়বে। নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বেশি ক্ষতি হবে, যেখানে একা প্রায় ১৭,৫৫১টি হাসপাতাল চাকরি এবং ৩২,৫৭১টি মোট চাকরি হুমকিতে পড়বে। গ্রেটার নিউ ইয়র্ক হাসপাতাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট কেনেথ রাসকে বলেন, এই বিল স্বাস্থ্যসেবা ও হাসপাতালে এমন ধ্বংস বয়ে আনবে যা আগে কল্পনাও করা যায়নি। অনেকে স্বাস্থ্যবিমা হারাবে, অনেক হাসপাতাল অস্তিত্ব হারাবে। কমিউনিটি হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রোজ দুহান বলেন, এই কাটছাঁটের ফলে হেলথ সেন্টারগুলো হয়ত সেবা কমাতে বাধ্য হবে, সময়সীমা সীমিত করতে হবে, এমনকি দরিদ্র রোগীদের ফিরিয়েও দিতে হতে পারে। মেডিকেইড রক্ষা না করলে কোটি কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।

সর্বশেষ বিশ্লেষণে, এই বিলের বিরুদ্ধে গভর্নর হোকুল, স্বাস্থ্য সংস্থা, মানবাধিকার সংগঠন ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা এক কণ্ঠে বলছেন, এটি নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্য, অর্থনীতি এবং মর্যাদার বিরুদ্ধে একটি রাজনৈতিক আগ্রাসন। তাদের দাবি মেডিকেইড ও এসএনটিয়াল প্ল্যান-এর তহবিল রক্ষা করতে হবে, এবং স্বাস্থ্যসেবা যেন আর্থিক শ্রেণিভেদে ভাগ না হয়ে পড়ে। এই বিল শুধুই “বিগ” নয়, বরং “ডেঞ্জারাসলি আগলি” বলেই তারা মনে করছেন।

শেয়ার করুন