০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অভিবাসী গ্রেফতারে ট্রাম্প প্রশাসনের অভিনব পদক্ষেপ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
অভিবাসী গ্রেফতারে ট্রাম্প প্রশাসনের অভিনব পদক্ষেপ আইসের গ্রেফতার


অবৈধ অভিবাসী গ্রেফতারের পরই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চলমান কার্যক্রমকে আরো বেগবান করার অভিপ্রায়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) থেকে অবসরগ্রহণকারী কর্মকর্তাদের পুনরায় চাকরিতে নিয়োগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প-প্রশাসন অভিনব একটি কর্মসূচি ঘোষণা করেছে। গত ৫ বছরের মধ্যে যারা অবসর নিয়েছেন, তার মধ্যে যারা এখনো কাজ করতে উপযোগী তাদের কাছে প্রেরিত ই-মেইলে (এমনকি আইসের ওয়েবসাইটের নিয়োগ বিজ্ঞপ্তিতে) উল্লেখ করা হয়েছে, ১ আগস্টের মধ্যে যারা আবেদন করবেন, তারা নগদ ৫০ হাজার ডলারের বোনাস পাবেন। এছাড়া অবসরভাতা (পেনশন)-এর পাশাপাশি পুনরায় যোগদানের বেতন-ভাতাও পাবেন। অবৈধভাবে বসবাসরতদের গ্রেফতারের অভিযান ত্বরান্বিত করতে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তার বিকল্প নেই-এমন প্রত্যাশায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এ মাসেই কংগ্রেসে পাস হওয়া একটি বিল অনুযায়ী আইসের বাজেট তিনগুণেরও বেশি হয়েছে। এজন্য আরো ১০ হাজার অফিসার নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতারের লক্ষ্য অর্জিত হয়নি গত ৬ মাসে। এজন্যই যোগ্যতাসম্পন্ন অফিসার নিয়োগের পন্থা অবলম্বন করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রোবার্ট জে হ্যামার মনে করছেন, অভিজ্ঞতাসম্পন্ন অফিসার ছাড়া গ্রেফতার ও বহিষ্কারের লক্ষ্য অর্জন সম্ভব নয়। গত ৫ বছরের মধ্যে অবসরগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে আইসের ওয়েবসাইটে লেখা হয়েছে-‘এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আপনার অভিজ্ঞতা ও দক্ষতার খুবই প্রয়োজন। একটি কৃতজ্ঞ জাতির পক্ষে আমরা গর্বের সঙ্গে আপনাকে আপনার দেশের সেবা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ ফেডারেল নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই কথা উল্লেখ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রোবার্ট জে হ্যামার আরো জানান, ‘আমরা আইসের সাবেক অফিসারদের প্রতি একটি জরুরি আহ্বান জানাচ্ছি ‘অপারেশন রিটার্ন টু মিশন’-এ অংশগ্রহণের জন্য।’ এতে স্পষ্টভাবে আরো উল্লেখ করা হয়েছে, গত ৫ বছরের মধ্যে আইস থেকে স্বাভাবিক নিয়মে অবসরগ্রহণকারীদের মধ্যে যারা চাকরি করতে সক্ষম তারা ১ আগস্টের মধ্যে সাড়া দিলেই ৫০ হাজার ডলারের বোনাস পাবেন। এছাড়া অবসর ভাতার সঙ্গে পুনরায় চাকরির বেতন-ভাতাও পাবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দৈনিক গ্রেফতারের টার্গেট ৩ হাজার করলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্যে ক্ষমতা গ্রহণের দিন থেকে ১৩ জুলাই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২ লাখ ৪ হাজার ২৯৭ জন অবৈধ অভিবাসীকে। এ সংখ্যা অনুযায়ী দৈনিক গ্রেফতারের ঘটনা ঘটেছে গড়ে ১১ জন। গ্রেফতারদের মধ্যে বহিষ্কার করা হয়েছে দেড় লাখের মতো। যে সংখ্যা প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের একই সময়ের চেয়েও কম। এ অবস্থায় বিব্রত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহবানে রিপাবলিকান শাসিত কংগ্রেসে আইনের বাজেট বৃদ্ধির বিল পাস হয়েছে। যদিও অভিনব এ নিয়োগ বিজ্ঞপ্তিতে তেমন কোনো সাড়া পাওয়ার তথ্য ১৯ জুলাই এ সংবাদ লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কারণ নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কেবল গুরুতর অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে না। গ্রেফতারদের তথ্য পর্যালোচনার পর মানবাধিকার নিয়ে কর্মরত একাধিক সংস্থা ও থিংক ট্যাংক জানিয়েছে, ৬৫ শতাংশের বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ নেই। তারা শুধু অভিবাসনের আইন লঙ্ঘন করেছেন, যা ফৌজদারি কোনো অপরাধ নয়। এ অবস্থায় সাধারণ আমেরিকানের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার তথ্যও সর্বশেষ কয়েকটি জনমত জরিপে উদঘাটিত হয়েছে। তাই অভিবাসীদের কঠোর শ্রমে বিশ্বের সেরা দেশ আমেরিকায় কঠোর পরিশ্রমী অভিবাসীদের সঙ্গে নির্দয় আচরণকে আমেরিকার নীতি-নৈতিকতার পরিপন্থী বলেও মনে করছেন অধিকাংশ মানুষ।

শেয়ার করুন