০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:৪৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


তারুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৫
তারুণদের কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান বক্তব্য রাখছেন তারেক রহমান


নতুন ভোটারের কাছে ‘ধানের শীষের জন্য ভোট চাইতে’ ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রোববার বিকালে শাহবাগে ছাত্র সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন। তিনি বলেন, এই সমাবেশে ছাত্রদলের নেতাকর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাইবোনের মাধ্যমে সারা দেশে সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে- সামনে উপস্থিতি শিক্ষার্থী ভাইবোনেরা মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপর আমার এ আহ্বানের কথা ছড়িয়ে দাও সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব শিক্ষার্থী, আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যারা নতুন ভোটার তাদের সবার কাছে। পারবে ছড়িয়ে দিতে আমার আহ্বান? মন দিয়ে শোনো, প্রথমবার আমি তোমাদের সে আহবানের কথা বলবো তারপরে তোমরাও বলবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারেক রহমান বলেন, আসো আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যৎ বাংলাদেশ, শহিদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদের যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সবাই গ্রহণ করবে-এ হোক আজকের প্রতিজ্ঞা। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।

‘৪ কোটি নতুন ভোটারের নতুন সুযোগ’

তারেক রহমান বলেন, দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় চার কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন সামনে এবং এ জাতীয় আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত দেড় দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত সাড়ে ৩ কোটি ভোটারসহ আমি সবার সমর্থন এবং সহযোগিতা চাই।

শাহবাগ চত্বরে বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্রসমাবেশ হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পরপরই জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

শাহবাগ চত্বর এবং তার দুপাশে সড়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সড়কে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

‘নবীন-প্রবীণ মিলে দেশ গড়তে হবে’

শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন, কর্মসংস্থানভিত্তিক শিক্ষা, যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে গড়ে তোলা, ইংরেজিসহ বিভিন্ন ভাষা শিক্ষা, ই-কমার্স, আউটসোর্সিং, উচ্চশিক্ষায় মেধাবী প্রজন্ম গড়ে তোলা, বিদেশে কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সারা দেশের শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং তরুণ প্রজন্মের ভাইবোনেরা তোমাদের এ সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়েকটি প্ল্যান তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নবীন-প্রবীণ সবাই মিলে।’

‘উগ্রপন্থা ঠেকাতে হবে’

তারেক রহমান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এ তারুণ্য, আজকের এ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। এ বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ চরমপন্থা উৎখাত কিংবা পুনর্বাসন চরমপন্থার উৎখাতে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান আজকের এ সমাবেশের সভাপতি (ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব) সবাইকে দিয়ে গিয়েছেন।

‘তথ্যপ্রযুক্তির ব্যবহার’

তারেক রহমান বলেন, গ্লোবালাইজেশনের এ সময় নারী-পুরুষ সবার সামনে সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত টেকনোলজির কারণে সব সম্ভাবনাকে যাতে সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয়, এজন্য একটি বাস্তবধর্মী সুষ্ঠু নীতি পরিকল্পনা আমরা তৈরি করেছি। এটি তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করতে চাই, যাতে আগামী দিনে তোমাদের পথচলা সহজ হয়।

তথ্যপ্রযুক্তির এ সময়ে বিশ্ববাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই তোমাদের সবাইকে তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায়ে বিএনপি আবারও রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে এবার আমরা স্কুল পর্যায় থেকে কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করবো।

‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে’

তারেক রহমান বলেন, হাতের বাম পাশে, অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন, তাদের ডান পাশে, মঞ্চের সামনে তোমার যারা বসেছো খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঐতিহাসিক এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে, জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদ শাসনামলের ভিন্নদল, ভিন্নমতের শিক্ষার্থীদের জন্য এ ঢাকা বিশ্বদ্যালয়ের ক্যাম্পাস সে সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। বর্তমানে যারা এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সামনে এ ক্যাম্পাসকে জ্ঞানচর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসেবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে। তোমাদের যারা উত্তরসূরি শিক্ষার্থী, তাদের মনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী এবং কিছুসংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি।

‘একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেসব বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশসহ রিপোর্ট তৈরি করার জন্য ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতৃত্বকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসার ইয়াহিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বক্তব্য রাখেন।

সমাবেশে ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল ও রাশেদ ইকবাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন