৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২৮:১৭ পূর্বাহ্ন


বিয়ানীবাজার সমিতির নির্বাচন : কমিশনের সঙ্গে তিন পরিষদের যৌথ বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
বিয়ানীবাজার সমিতির নির্বাচন : কমিশনের সঙ্গে তিন পরিষদের যৌথ বৈঠক নির্বাচন কমিশনের সদস্যরা


বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচন কমিশনের সঙ্গে গত ১৭ আগস্ট উপদেষ্টা কার্যকরি কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ ৩ পরিষদের বৈঠক বিয়ানীবাজার সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি। বৈঠকে কমিশনের ৫ সদস্যের মধ্যেই সবাই উপস্থিত ছিলেন। উপদেষ্টাদের মধ্যেই উপদেষ্টা মোহাম্মদ হারুন মিয়া আমেরিকার বাইরে থাকায় উপস্থিত ছিলেন না। বাকি চারজন উপস্থিত ছিলেন। পরিষদের বৈঠকে আগামী নির্বাচনে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার ওপর আলোকপাত করা হয়। সেই সঙ্গে নির্বাচনী প্যাকেজ সংগ্রহে প্রতিটি প্যাকেজ ১০০ ডলার করে ফি নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সে সঙ্গে মনোনয়নপত্র দাখিলে সভাপতি ১ হাজার ৮০০ ডলার, সহ-সভাপতি ১ হাজার ৪০০ ডলার, সাধারণ সম্পাদক ১ হাজার ৪০০ ডলার সহ-সাধারণ সম্পাদক ১ হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষ ১ হাজার ডলার, সাংগঠনিক সম্পাদক সম্পাদক থেকে সাহিত্য সম্পাদক, দফতর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ, সম্পাদক মহিলাবিষয়ক সম্পাদক-এ ৭টি পদে প্রতিটিতে ৬০০ ডলার, কার্যকরি কমিটির ৭টির প্রতিটিতে ৩০০ ডলার মনোয়নপত্র ফি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৭ জুলাই অনুষ্ঠিত সদস্য নিবন্ধনে যে কোনো ধরনের ভুল সংশোধনের জন্য ২১ আগস্ট শেষ সময় জানিয়ে দেওয়া হয়েছে। এ তারিখের পর বর্তমান কমিটি চূড়ান্ত ভোটার নিবন্ধের তালিকা প্রণয়ন করে কমিশনের কাছে হস্তান্তর করবে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার নিবন্ধন পাওয়ার পর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

উল্লেখ, এবারের নির্বাচনে নিবন্ধিত সদস্য ৮ হাজার ৫৩৩। নির্বাচন পরিচালনার জন্য সমিতির উপদেষ্টা পরিষদ পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। কমিশনের সদস্যরা হলেন-প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি। কমিশনের অন্য সদস্যরা হলেন- শামীম আহমদ, আমিনুল হোসেন, বজলুর রহমান, আব্দুল জলিল চৌধুরী।

শেয়ার করুন