০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাসান সাইমুম ওয়াহাব


হাসান সাইমুম ওয়াহাব সম্প্রতি মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (টচগ)-এর পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার শিরোনাম: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থানযোগ্য করে তুলতে সফট স্কিল, প্রযুক্তিগত দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং বুদ্ধিমত্তার প্রভাব। বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (ওটই)-এর গ্রাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এঝজওজ) দফতরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (চটচজঙঅ)-এর উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার গবেষণা বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বিশ্লেষণ করেছে। এ গবেষণা ভবিষ্যতে একদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নীতি প্রণয়নে এবং অন্যদিকে শিল্প-অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন