৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫৭:৩৪ অপরাহ্ন


হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
হাসান সাইমুম ওয়াহাব পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাসান সাইমুম ওয়াহাব


হাসান সাইমুম ওয়াহাব সম্প্রতি মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (টচগ)-এর পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার শিরোনাম: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থানযোগ্য করে তুলতে সফট স্কিল, প্রযুক্তিগত দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং বুদ্ধিমত্তার প্রভাব। বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (ওটই)-এর গ্রাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (এঝজওজ) দফতরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন (চটচজঙঅ)-এর উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার গবেষণা বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বিশ্লেষণ করেছে। এ গবেষণা ভবিষ্যতে একদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নীতি প্রণয়নে এবং অন্যদিকে শিল্প-অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন