০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০১:৩৯:১৪ অপরাহ্ন


এশিয়া কাপ,দুবাই
এবার আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
এবার আফগানিস্তানকে হারাল শ্রীলঙ্কা রহমানুল্লাহ গুরবাজ ৪৫ বলে খেলেন ৮৪ রানের এক মনমাতানো ইনিংস। কিন্তু দিন শেষে বিফলে গেল সেটা/ছবি সংগৃহীত


এশিয়া কাপের সুপার ফোরের রাউন্ডরবীন লীগে এবার আফগানিস্তানকে হারালো শ্রীলঙ্কা। দুবাইয়ে অনুষ্টিত এ ম্যাচে চার উইকেটে জয় পায় শ্রীলঙ্কা ৫ বল হাতে রেখেই। 

প্রথম ব্যাটিং করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে দুর্দান্ত ছিলেন রহমানুল্লাহ গুরবাজ । আফগান উইকেট রক্ষক কাম এ ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে খেলেন ৪৫ বলে ৮৪ রানের এক ইনিংস। তার ইনিংস সাঝানো ছিল ৬ ছক্কা ও চারটি চার দিয়ে। দলীয় ৪৬ রানে জাজাই আউট হওয়ার পর গুরবাজ ও ইব্রাহিম জারদান দলের রান নিয়ে যান ১৩৯ রানে। কিন্তু শেষ পাচ ওভারে শ্রীলঙ্কান বোলাররা দারুন কন্ট্রোল করে আফগানদের সেভাবে বিগ স্কোর করতে দেয়নি। শেষ হয়ে যায় ইনিংস ১৭৫ রানে। ৬ উইকেট হারিয়ে ওই রান করেন তারা। বোলারদের মধ্যে মাধুশঙ্কা নেন দুই উইকেট।

এরপর ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার কুশল মেন্ডিস ও নিশানকা মিলে দারুন ভীত গড়ে দেন। ৬.৩ ওভারে ৬২ করে কুশল মেন্ডিস আউট হন। ৩৬ করেছিলেণ তিনি। পরবর্তিতে লঙ্কান ব্যাটসম্যানরা দ্বায়িত্ব নিয়েই খেলে প্রয়োজনীয় রান রেট সচল রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় অনায়াসে। এরমধ্যে রাজাপাকসের ১৪ বলে করা ৩১ রান ম্যাচটাতে লঙ্কানদের এগিয়ে দেয়। মুজিব ও নভীন নেন দুটি করে উইকেট। রশীদ খান নিয়েছেন একটি। 

আজ একই স্থানে হাইভোল্টেজ এক ম্যাচে পাকিস্তান মোকাবেলা করবে ভারতের। গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল এ দুইয়ের মোকাবেলায়। আজ অবশ্য সুপার ফোরের রাউন্ড রবীন লীগের ম্যাচে মুখোমুখী তারা। 


শেয়ার করুন