২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০২:৫৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


দেশ’কে তারিক আনাম
একজন মন্দ মানুষের চরিত্রে অভিনয় করছি
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
একজন মন্দ মানুষের  চরিত্রে অভিনয় করছি তারিক আনাম খান,ছবি/সংগৃহীত


মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সেরা অভিনেতার পুরস্কার পান। করোনাকালেও নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘মৃধা বনাম মৃধা’। এ ছাড়া ‘গুলশান এভিনিউ সিজন টু’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এসব নিয়ে তিনি কথা বলেছেন দেশ পত্রিকার সাথে।  


প্রশ্ন :আপনার সমসাময়িক অনেকেই এখন কাজে অনিয়মিত। কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন আগের মতোই। রহস্য কি?

তারিক আনাম খান : রহস্য কিছুই না। আমি কাজ করতে ভালোবাসি তাই হয়তো নিয়মিত নাটক সিনেমার প্রস্তাব পাই। অন্যরা হয়তো বিষয়টিকে অন্যভাবে নেন। আমি তো নিজেকে সব সময় ভাঙতে চাই। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। অপেক্ষায় থাকি ভিন্নধর্মী নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের জন্য। আমার স্বপ্নকে পর্দায় তুলে ধরার দায়িত্ব হচ্ছে পরিচালক ভাইদের। ভিন্নধর্মী গল্প, চরিত্রের গভীরতা আমাকে সুযোগ করে দেয়ার। শিল্পীরা তো আঠালো মাটি। তাদের ভিন্ন ভিন্ন রূপ দেয়ার রূপকার হলেন পরিচালক ভাইরা।


প্রশ্ন :‘মৃধা বনাম মৃধা’এ সময়ের ছবি থেকে কতটা আলাদা?

তারিক আনাম খান : অনেকটাই আলাদা। ছবির দর্শকদের জন্য গল্পটাও একেবারে নতুন। অনেক দিন পর পারিবারিক একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। রনি ভৌমিক রিচালিত এ ছবিতে শহুরে পরিবারের সম্প্রীতি, সম্পর্কের অবক্ষয়, শীতল যুদ্ধ, বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব উঠে এসেছে। পারিবারিক গল্পের এমন ছবি আরো হওয়া উচিত বলে আমি মনে করি। ছবিতে ভিন্ন ধরনের গল্প বলার চেষ্টা আছে। এটি দর্শকের ভালো লাগবে।


প্রশ্ন : ইদানিং পারিবারিক গল্পের ছবি কম নির্মিত হচ্ছে। এর কারণ কি বলে মনে হয় আপনার ?

তারিক আনাম খান : বাজেটস্বল্পতার কারণে পারিবারিক গল্পের কাজ কম হচ্ছে। আর ছবিতে চরিত্রও কমে গেছে। যে জন্য পারিবারিক গল্পের ছবি যেন হারাতে বসেছে।


প্রশ্ন : গুলশান এভিনিউ সিজন টু-তে আপনার চরিত্র কেমন?

তারিক আনাম খান : পূর্বে যারা গুলশান এভিনিউ নাটকটি দেখেছেন তারা আমার নতুন চরিত্র সম্পর্কে একটি অনুমান করতে পারবেন। আরো সহজ করে বলা যায়, নিমা পরিচালনায় এই ধারাবাহিকে আমি অভিনয় করছি একজন মন্দ মানুষের চরিত্রে। যার কারণে পরিবারে নানা ধরনের গল্প তৈরি হয়। দর্শক আগ্রহী হয়ে ধারাবাহিকটি দেখছেন। চরিত্রটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি।


প্রশ্ন : সিনেমার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে অনেক কাজ করছেন। এ মাধ্যমের ভবিষ্যৎ কেমন?

তারিক আনাম খান : অনেক ভালো। অনলাইন প্ল্যাটফর্ম সময়ের দাবি। মানুষ ঘরে বসে ছবি দেখতে চায়। করোনাকালে এ প্রবণতা আরও বেড়েছে। সে হিসেবে ওয়েবের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামীতে বড় জায়গা তৈরি হবে। ভালো কনটেন্ট দিয়ে দর্শককে ধরে রাখতে হবে। এটাই এখন চ্যালেঞ্জ।


প্রশ্ন : এখন আপনাকে মঞ্চে দেখা যায় না কেন?

তারিক আনাম খান : টিভি নাটক, অনলাইন মাধ্যম আর ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকায় মঞ্চের জন্য আলাদা সময় বের করতে পারছি না। ব্যস্ততা কমলে নাট্যকেন্দ্রের নতুন প্রযোজনায় অভিনয় করব। ইচ্ছা আছে নতুন একটি নাটকের নির্দেশনা দেয়ার। বাকিটা নির্ভর করছে সময়ের ওপর। এই সময়ে অন্যরকম ভাবনাও কাজ করছে। একটি প্রতিষ্ঠান গড়ার ইচ্ছা আছে। নাট্যাঙ্গনের ছেলেমেয়েরা সেখানে পড়তে পারবে।


প্রশ্ন : সম্প্রতি একটি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিচারক হয়েছেন। এ বিষয়ে কি কাজ শুরু করেছেন?

তারিক আনাম খান : অনুষ্ঠানটির নাম ‘টফি স্টার সার্চ’। আমি এর চূড়ান্ত পর্বে বিচারক হিসাবে থাকবো। এখানো কাজ শুরু করেনি। শুনেছি, জানুয়ারির শুরুর দিকে এটি চালু হবে। শুধু নাচ-গান নয়, নানা ক্ষেত্রের প্রতিভাবান খুঁজে বের করা হবে। যে জন্য এ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয়েছি। এতে প্রতিযোগীদের তৈরি করা হবে। বিচারক প্যানেলে আমার সাথে আরো থাকবেন চঞ্চল চৌধুরী এবং দিলারা হানিফ পূর্ণিমা।

শেয়ার করুন