২৯ এপ্রিল ২০১২, সোমবার, ১০:১৭:৩৬ পূর্বাহ্ন


এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না- মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২২
এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না- মির্জা ফখরুল রংপুরের জনসভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি সংগৃহীত


‘আজকের এ সমাবেশে শুধু বাংলাদেশই নয়, সারাবিশ্বের আন্তর্জাতিক সব মিডিয়া যেমনটা আল জাজিরা,বিবিসি এরাও এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের এ রংপুরের সমাবেশ দেখতে। কেন? আপনাদের রংপুরের এ সমাবেশকে তারা গুরুত্ব দিয়েছে। রৌমারী ,ঠাকুরগাও,পঞ্চগড়,নীলফামারী,গাইবান্ধা, সৈয়দপুর সহ বিভিন্নস্থান থেকে এসেছেন। আপনারা তিনদিন ধরে এখানে অমানুষিক পরিশ্রম করে এ রংপুরে এসেছেন।’ কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (শনিবার) রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে  অনুষ্টিত বিএনপির জনসভায়। 

মির্জা ফখরুল ইসলাম বলেন,‘এ সরকার সব খেয়ে ফালাইছে। যারা দেশকে ধ্বংস করে, মানুষকে ধ্বংস করে তাদের কী আর রাখা যায় ক্ষমতায়? এ সরকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাঝানো মামলা দিয়ে জেলে আটকে রেখেছেন। তিনি অসুস্থ্য হয়ে পরেছেন। তার বিদেশে চিকিৎসা নেয়া প্রয়োজন।


এ সরকার সে চিকিৎসাটুকু নিতে দেয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকেও মিথ্যা মামলায় জড়িয়েছেন এরা। অসুস্থ্য হয়ে তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। তাকে ফিরতে দেয়া হয়নি। আপনাদের এখানেও অনেকের নামে মিথ্যা মামলা রয়েছে। আমাদের বিএনপির নেতাকর্মীদের অন্তত পয়ত্রিশ লাখের উপর মামলা দেয়া হয়েছে।’ 

বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্ভিক্ষ নিয়ে একটি বক্তব্যের সমালোচনা করে বলেন,‘দেশের প্রধান তিনি বলছেন, দেশে দুর্ভিক্ষ হবে। তাহলে মানুষ কোথায় যাবে। দুর্ভিক্ষ কেন হচ্ছে? দুর্ভিক্ষ যদি হয় তাহলে সব দায় দ্বায়িত্ব এ সরকারের উপর। এ দেশ নাকি কানাডা সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু এখন কেন এ কথা?’ 

তিনি সম্প্রতিকালের সরকার দলের কিছু বক্তব্যের সমালোচনা করে বলেন,‘এখন আবার নতুন ধুয়া শুরু হয়েছে। ‘যে অগ্নি সন্ত্রাস যারা করেছে তাদের ছাড় দেয়া হবে না।’ এগুলো বলে পার পাওয়া যাবে না। দেশের মানুষ বিদেশের মানুষ জেনে- গেছে এটা কী। মার্কিন যুক্তরাষ্ট্র সহ অণ্যান্য দেশ বলছে এ দেশে গনতন্ত্র নেই, মানবাধিকার নেই। এটা তাদের রিপোর্টে দিয়ে দিয়েছে।’   

তিনি বিগত দুই জাতীয় নির্বাচনের কথা তুলে মানুষের কাছে জানতে চান- ‘অমন নির্বাচনে কী আমরা অংশ নেবো? ফলে একটাই কথা- আমরা তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবো না। সাফ কথা। একটাই দাবী, আমরা এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবনা। আমাদের সাংসদরা তৈরী রয়েছেন। কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া মাত্রই তারা পদত্যাগ করবেন। তখন আপনারা সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিবেন।’ 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন,‘এ সরকার অর্থনীতির যে ক্ষতি করেছেন। দেশের যে ক্ষতি করেছেন। সেটা ঠিক করার জন্য এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে যে সকল দল বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করবে, এদের সবাইকে নিয়ে একটি সম্মিলিত সরকার গঠন হবে। যাদের প্রাথমিক কাজ হবে এ দেশকে সঠিকভাবে পূর্ণগঠন করা। বন্ধুগন, এ সরকার সব শেষ করে দিয়েছে। এ দেশ আবার নতুন করে গড়তে হবে।’

 তিনি বলেন, ‘এ সরকার  বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। দিয়েছে? দেয় নাই। বিশ লাখ টাকা নিয়ে চাকুরি হয়। ফলে ভোট চোর, টাকা চোর। ফলে এদের আর ক্ষমতায় দেখতে চায়না। আমরা চাই জিয়াউর রহমানের স্বপ্নে গড়া বাংলাদেশের পূর্নগঠনের।’ 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 


শেয়ার করুন