২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৩:১৬:০৩ পূর্বাহ্ন


ব্রাজিলের বিদায় করে সেমিতে ক্রোয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২২
ব্রাজিলের বিদায় করে সেমিতে ক্রোয়েশিয়া ম্যাচের শেষ দৃশ্য। ব্রাজিলের করা শট পোষ্টে লেগে ফিরে এলে ক্রোয়েশিয়া সেমিতে ওঠার আনন্দে মেতে ওঠে/ছবি সংগৃহীত


ব্রাজিলের আবারও স্বপ্নভঙ্গ। নেইমারেরও। বিশ্বকাপ থেকে বিদাল নিল তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়ে। কোয়ার্টারে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ব্রাজিল হেরে বিদায় নেয় তারা। অপরদিকে গত আসরের ন্যায় এবারও উঠে যায় ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। 

ম্যাচের নির্ধারিত সময় গোলশুন্য থাকার পর সব উত্তেজনার পারদ ক্রমশ উর্দ্ধমূখী হয় অতিরিক্ত সময়। এতে প্রথম সুন্দর এক প্লানিং বা ব্রাজিলীয়ান ছন্দে গোলরক্ষককেও কাটিয়ে নেইমার গোল করে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের ক্লাশটারও প্রমাণ দেন তিনি ১-০। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি।  ১১৬ মিনিটে ক্রোয়েশিয়ার পেটকোভিক ডিবক্সের মাথায় বাপায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে খেলায় ১-১ সমতায় নিয়ে আসেন। 

এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ক্রোয়েশিয়া ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে উঠে যায় সেমিতে। হতাশায় বিদায় নেয়া নেইমারের দল মাঠেই ভেঙে পরেন। 


শেয়ার করুন