২৯ এপ্রিল ২০১২, সোমবার, ১০:৩৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


সন্দ্বীপ সোসাইটির নির্বাচন : দুই প্যানেলের মনোনয়নপত্র দাখিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
সন্দ্বীপ সোসাইটির নির্বাচন : দুই প্যানেলের মনোনয়নপত্র দাখিল দুই প্যানেলের মনোনয়নপত্র দাখিলের দৃশ্য


প্রাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন আগামী ২৯ অক্টোবর। সেই নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছেন। সেই তফসিল অনুযায়ী গড় ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ফিরোজ-আলমগীর ও ফয়সল-আমজাদ প্যানেল মনোনয়ন পত্র দাখিল করেছে। এ উপলক্ষ্যে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে উভয় প্যানেলই সমাবেশ করে। এতে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। ৫ সদস্যের নির্বাচন কমিশন কাজ করছে। মোস্তাক আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জাফর ইসলাম, মোহাম্মদ হেলাল, সানাউল্লাহ মাস্টার ও মোহম্মদ মহসিন। সোসাইটির এবারের মোট ভোটার সংখ্যা ৫৩৩৭। 

ফিরোজ-আলমগীর পরিষদের কর্মকর্তারা গত মঙ্গলবার ৩ অক্টোবর রাতে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এর আগে ব্রুকলিনের রাঁধুনী রেষ্টুরেন্টে পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত সন্দ্বীপবাসী উপস্থিত ছিলেন। সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ সভায় বলেন, আমার রক্তের সাথে সমাজ ও কর্ম মিশে আছে। সোসাইটিসহ অতীত ও বর্তমানের বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ততার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। তিনি বলেন, আমরা এখানে নেতা হতে আসিনি। আপনারা যদি ম্যান্ডেট দেন তাহলে আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিতে।

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, সন্দ্বীপ সোসাইটিকে আপনাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নমিনেশন পেপার সাবমিট করছি। আপনাদের দোয়া ও সর্মথনে পুর্ন প্যানেলে জয়ী হবো ইনশাআল্লাহ।

অন্যদিকে সন্ধ্যায় ফয়সল-আমজাদ পরিষদ ব্রুকলিনস্থ নির্বাচনী কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতেও শতশত নেতাকর্মি অংশ নেন। নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেবার পর তারা চার্চ ম্যাকডোনাল্ড এলকায় মিছির বের করে।

সভাপতি প্রার্থী এমলাক হোসেন ফয়সাল বলেন, আমাদের কেউ করো প্রতিপক্ষ নই। প্রতিযোগী প্যানেলের প্রার্থীদের শত্রু মনে করি না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কারও প্রতি অভিযোগ নেই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

এদিকে উভয় পক্ষ মনোনয়নপত্র দাখিল করার পর বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা- সমাবেশ চালিয়ে যাচ্ছেন। সেই সব সমাবেশ থেকে তারা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন