২৮ এপ্রিল ২০১২, রবিবার, ৬:০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :


আওয়ামী লীগের পাল্টা প্রতিশোধ
হোটেলের সামনে মারামারি : ২ বিএনপি নেতা হাসপাতালে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৫-২০২৩
হোটেলের সামনে মারামারি : ২ বিএনপি নেতা হাসপাতালে


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা সভা ছিলো গত ২ মে দ্যা রিজ কার্লটন হোটেলের বল রুমে। এই অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ১ মে ছিলো বিশ্বব্যাংকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দান। এই দুই দিনের কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সামনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. ছিদ্দিকুর রহমান, তার স্ত্রী শাহানারা রহমান আহত হন। সেই সাথে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন সবুজ এবং রিপন মিয়া আহত হন। রিপন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। অন্যদিকে ড. সিদ্দিকুর রহমান এবং তার স্ত্রী হাসপাতালে ভর্তি না হলেও পুলিশ রিপোর্ট করেন। অন্যদিকে রিপন মিয়াও পুলিশ রিপোর্ট। জানা গেছে, উভয় পক্ষই মামলা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ উভয় গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করলেও পরবর্তীতে ছেড়ে দেয়। ১ মে বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগের লোকজন থাকায় বিএনপির নেতাকর্মীদের জোর ছিলো বেশি। যে কারণে তারা মারামারিতে এগিয়ে ছিলেন। ২ মে আওয়ামী লীগ আগে থেকেই পুস্তুত ছিলো। ২ মে সংবর্ধনা হোটেলের সামনে দুপুরে আসা শুরু করে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা প্রতিশোধ নেয়। তারা হামলা চালায় বিএনপির সল্পসংখ্যক নেতাকর্মীর উপর। আওয়ামী লীগের হামলায় বিএনপির ২ কর্মী আহত হয়। তাদের হাসপাতলে ভর্তি করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম জানা যায়নি। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, এই ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে। মারামারির ঘটনা ঘটিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবর্ধনায় চলে যান। মারামারি ঘটনার খবর শুনেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কিন্তু কোন লাভ হয়নি। তারা শুধু বিক্ষোভ সমাবেশ করেছেন হোটেলের সামনে এবং সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। মারামারি শুরু হতেই কে বা কারা পুলিশ কল করলে পুলিশ এসে হাজির হয়। ততক্ষণে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সমাবেশস্থল ত্যাগ করে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা পুলিশি উপস্থিতে বিক্ষোভ করে।

শেয়ার করুন