২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৮:১১:২২ পূর্বাহ্ন


ব্রঙ্কস বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
ব্রঙ্কস বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ব্রঙ্কসে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ওপর মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ব্রঙ্কস (পশ্চিম)-এর উদ্যোগে গত ৮ আগস্ট মঙ্গলবার ব্রঙ্কসের স্টারলিং অ্যাভিনিউয়ে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ব্রঙ্কস বিএনপির (পশ্চিম) আহ্বায়ক আনোয়ারুল আলম ভুইয়ার সভাপতিত্বে ও ব্রঙ্কস বিএনপির (পূর্ব) সদস্যসচিব কৃষিবিদ মোহাম্মদ সোলেমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সদস্যসচিব ফয়েজ চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, ইমরান শাহ রন, সৈয়দ গৌছুল হোসেন, ব্রঙ্কস পূর্ব শাখা বিএনপির আহ্বায়ক এবং মহানগর উত্তরের সদস্য মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্বা আবুল মনসুর, নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য মো. আলী রাজা, শাহ কামাল উদ্দীন। 

বক্তব্য রাখেন ব্রঙ্কস পূর্ব শাখা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মমতাজ উদ্দীন পশ্চিম শাখা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান হ্যাপী, সামছুদ্দীন বেলাল, হাফিজ উদ্দীন, আবুল কালাম আজাদ, মো. ফুল মিয়া, কবির আহমেদ ফারুক, তোজাম্মেল হক তোতা, টিটু চৌধুরী, মো. শামিম মিয়া, সোলায়মান সরকার, আলী আশরাফ ভুইয়া, মফিজ উদ্দীন মাছুম, ব্রঙ্কস পশ্চিম শাখা বিএনপির সদস্য সচিব এম রহমান দুলাল, যুগ্ম-সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, ব্রঙ্কস পূর্ব শাখা বিএনপির যুগ্ম-সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা, হারুনুর রশিদ, এনায়েত খান, মমতাজ আহমেদ (পুলিশ), খালেদ সাইফুলাহ, মো. কামাল আহমদ, সৈয়দ আব্দুল বাছিত, আব্দুল মুক্তাদির, আব্দুল হক, হাজি ইসহাক শেখ, সুদিপ পাল, হোসাইন ইসলাম মিটু, হাজি আব্দুল মজিদ, রাজ্জাক মুন্না, মো. আহমেদ, এম এ মজিদ, মনিরুল ইসলাম আলমগীর, মো. হোসাইন রুবেল, মির্জা জোহাদ, তারেক আহমদ, আব্দুল আলীম, রুহেল আহমদ, মো. বাদল, ইমন হোসেন, মোজাম্মেল হক, হাজি আজিজুল হক প্রমুখ। 

বিপুলসংখ্যক নেতাকর্মী বিএনপি চত্বর থেকে শুরু করে মিছিল স্টারলিং অ্যাভিনিউ প্রদক্ষিণ করে বিএনপি চত্বরে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, ফরমায়েশি রায় দিয়ে কিংবা মামলা-হামলার ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না। শেখ  হাসিনার পতন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। আহবাব চৌধুরী  তার বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ। 

বিক্ষোভ সমাবেশের সভাপতি আনোয়ারুল আলম ভুইয়া তার সমাপনী বক্তব্যে ব্রঙ্কসবাসীর উদ্দেশ্যে বলেন, স্বৈরাচারী হাসিনার পতনে লাগাতার আন্দোলন সংগ্রাম চলবে এবং এই আন্দোলন-সংগ্রামে বিএনপি দেশের নির্যাতিত মানুষের পাশে থাকবে।

শেয়ার করুন