৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ৬:৪৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬


বিএনপিতে ২৫ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার যোগদান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
বিএনপিতে ২৫ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার যোগদান সাবেক সেনা কর্মকর্তাদের বিএনপিতে যোগদান


একসময় বিএনপি, জাতীয় পার্টি  বা আওয়ামী লীগের আদর্শে উজ্জীবিত হয়ে দলে যোগদানের অনেক ঘটনা দেখা যেতো। গত একযুগেও এমন চিত্র খুব একটা চোখে পড়েছে বলে মনে না। এবার সে রকম এক খবর। আর সেটা বিএনপিকে কেন্দ্র করে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা। এদের মধ্যে ১৯ জনই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ৬ জনের মধ্যে ৪ জন বাংলাদেশ বিমানবাহিনীর এবং দুই জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য রয়েছেন। 

গত ১০ সেপ্টেম্বর রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বিএনপিতে যোগদান করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিএনপিতে বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লেফটেন্যান্ট (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমোডর (অব.) মোস্তফা সহিদ, বিমানবাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

শেয়ার করুন