২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০১:৫২:৫৯ পূর্বাহ্ন


ব্ল্যাক কার ফান্ডের ফ্রি এডুকেশন কোর্স
প্রতি তিন বছরে ৭০০ ডলার পাওয়ার সুযোগ নিন
মো. জামান তপন
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
প্রতি তিন বছরে ৭০০ ডলার পাওয়ার সুযোগ নিন


দ্য ব্ল্যাক কার ফান্ড একটি অলাভজনক প্রতিষ্ঠান যা নিউইয়র্কের ফর হায়ার গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের নিরাপত্তার সুবিধার্থে প্রতিষ্ঠা করা হয়। নিউইয়র্কের ব্ল্যাক কার চালকদের দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষতিপূরণ তহবিলটি নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্ল্যাক কার শ্রমিকদের ক্ষতিপূরণ কভারেজ এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য সংবিধি (১৯৯৯ সালের আইনের অধ্যায় ৪৯) দ্বারা তৈরি করা হয়েছিল। ১৯৯৯ সালের মে মাসে গভর্নর জর্জ প্যাটাকি এই সংবিধিতে স্বাক্ষর করেন। ১ অক্টোবর ১৯৯৯ সালে আইনটি আংশিক কার্যকর করা হয় এবং সব শেষ ২৯ জানুয়ারি ২০০০ সালে সদস্য বেসের সঙ্গে যুক্ত ড্রাইভারদের জন্য ক্ষতিপূরণ কভারেজ কার্যকর হয়। বর্তমানে তা দ্য ব্ল্যাক কার ফান্ড নামেই পরিচিত। উবার, লিফটসহ নিউইয়র্কে বর্তমানে ব্ল্যাক কারের সদস্য বেসের সংখ্যা পাঁচ শতাধিক এবং এদের সঙ্গে সংযুক্ত চালকের সংখ্যা লক্ষ্যাধিক (১০/১৩/২০২৩)। এই ফান্ডের অর্থ বেসভুক্ত কোম্পানিগুলোর যাত্রীদের কাছ থেকে গড়ে প্রতিটি ফেয়ারে ২.৭৫ শতাংশ সারচার্জ হিসেবে নেওয়া হয়, আর ব্ল্যাক কার ফান্ডের বেনিফিট শুধু তাদের অধীনে মেম্বারদের চালকরাই পাবে। ব্ল্যাক কার ফান্ড ২০০৭ সালে সদস্য চালকদের জন্য ৮ ঘণ্টার স্টেট সার্টিফাইড ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স (ডিডিসি), যা নিউইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিম্যুজিন কমিশনের (টিএলসি) গাড়ি চালকদের জন্য প্রতি তিন বছরে একবার করা বাধ্যতামূলক। সঙ্গে চালকদের স্বাস্থ্য সচেতনতার জন্য হেলথ অ্যান্ড ওয়েলনেস নামে চার ঘণ্টার দুটি কোর্স চালু করে কুইন্স ও ব্রুকলিনে ব্ল্যাক কার এডুকেশন সেন্টার ও অন্যটি ইনডিপেনডেন্ট গিল্ট সেন্টার (আইডিজি) নামে। পরবর্তীতে ২০১৬ সালে কভার্ড চালকদের জন্য প্রতি তিন বছরে একবার ডিডিসি ক্লাসের সম্পন্ন করলে ৩০০ ডলার এবং ওয়েলনেস ক্লাস শেষ করলে সারা জীবনের জন্য একবারই ১৫০ ডলার দেওয়া শুরু করা হয়। ২০২২ সালে দুটি সেন্টার বন্ধ করে লংআইল্যান্ড সিটিতে লিমিটেড পার্কিংসহ (৩৭-১০, স্কিলম্যান অ্যাভিনিউ) একটি বড় জায়গায় আনা হয়। সঙ্গে আরেকটি নতুন ক্লাস সংযোজন করা হয় ড্রাইভার এডুকেশন কোর্স নামে (চার ঘণ্টার) এতে যোগ্য চালককে তিন বছরে একবার ২৫০ ডলার দেওয়ার সিদ্ধান্ত হয় এবং ওয়েলনেস ক্লাসের জন্য আগের নিয়ম পরিবর্তন করে প্রতি তিন বছরে একবার ১৫০ ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ প্রতি তিন বছর অন্তর অন্তর ব্ল্যাক কার ফান্ডের তিনটে ক্লাস করে কভারড চালকরা পাবেন ৩০০+১৫০+২৫০=৭০০ ডলার। প্লাস তিনটি ফ্রি ক্লাস। এর মধ্যে টিএলসি চালকদের জন্য ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স প্রতি ৩ বছরে একবার করা বাধ্যতামূলক। তবে উবার, লিফটসহ ব্ল্যাক কারের অনেক চালক এটা না জানার কারণে উল্টো ফি দিয়ে ক্লাস করতে হয়। ড্রাইভার এডুকেশন কোর্সের ক্লাস অনলাইনেও করা যায়। তবে তার জন্য অর্ধেক ১২৫ ডলার প্রদান করা হবে।

উল্লেখ্য, তিনটি ক্লাসের জন্য প্রতি তিন বছরে একবার ৭০০ ডলার প্রদান করা ছাড়াও উবার, লিফটসহ ব্ল্যাক কারচালকদের জন্য আলাদা ওয়ার্কম্যান কম্পেনসেশন, কর্মরত অবস্থায় ডেথ বেনিফিট ১ লাখ ডলার, কাজের বাইরে ফ্রি এনরোল করলে থাকবে অ্যাক্সিডেন্ট ডিজঅ্যাবলিটি ইন্স্যুরেন্স প্লেন, পারসোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইউনেস ইন্স্যুরেন্স, ভিশন কভারেজ, নিউ অ্যান্ড ইম্প্রুভড ডেন্টাল ইন্স্যুরেন্স, প্রেসক্রিপশন ডিসকাউন্ট, আর্জেন্ট কেয়ার ডিসকাউন্ট, আই ডিজি মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম, ডায়াগনোস্টিক ইমেজিং ডিসকাউন্ট ও ২৪/৭ টেলি মেডিসিন। বিস্তারিত জানতে ক্লাসগুলো করুন সঙ্গে অর্থ আয় করুন।

শেয়ার করুন