৩০ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ১১:১৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এবার বন্দুকধারীর গুলিতে তিন আইনশৃংলাবাহিনীর সদস্য নিহত ‘বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিভা বিকাশে কোন ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না’ সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ


মোহাম্মদ এন মজুমদার প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
মোহাম্মদ এন মজুমদার প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ এন মজুমদার


প্রবাসী আইনজীবী, নিউইয়র্কস্থ টরো ল’ স্কুল থেকে আইনে মাস্টার ডিগ্রিধারী, কমিউনিটি বোর্ড মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন. মজুমদার প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন। কমিউনিটিতে বেশি কর্তৃত্ব ও সুনামের অংশীদার মোহাম্মদ এন. মজুমদার তার অবৈতনিক বা বিনা বেতনে সেবার জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বর্তমানে কমিউনিটি বোর্ডের সদস্য, ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির চেয়ারম্যান, ফার্স্ট ভাইস চেয়ারম্যান এবং দু’বার ইন্টার্ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, এন মজুমদার ২০১০ সাল থেকে অদ্যাবধি প্রতি সপ্তাহে ৫ ঘণ্টা করে বিগত ১২ বছরে বিনামূল্যে কমিউনিটি বোর্ড মেম্বার হিসেবে কাজ করছেন। তিনি ৫ হাজার ঘণ্টারও বেশি সময় দিয়েছেন বোর্ডকে।

এছাড়া পার্কচেস্টার নর্থ কন্ডোবোর্ড, মজুমদার ফাউন্ডেশন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে হাজারো ঘণ্টা সময় দিয়েছেন কমিউনিটি সার্ভিসে মজুমদার। কোভিডকালীন খাদ্যসামগ্রী বিতরণ, মজুমদার ফাউন্ডেশনে স্কুলসামগ্রী বিতরণ ও উপহারসামগ্রী বিতরণ, ইন্টারফেথ ইফতার, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এন. মজুমদারের জনহিতকর কাজসমূহের জ্বলন্ত দৃষ্টান্ত। গত ২৯ এপ্রিল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদ মজুমদারের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্সিয়াল ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশ ২০০৩ সাল থেকে এই অ্যাওয়ার্ড প্রথা চালু করেন। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক মজুমদার তাঁর বিগত ৩২ বছরের কর্মজীবনের জনহিতকর কাজের জন্য এই অ্যাওয়ার্ড (লাইফ টাইম) পেয়েছেন।

শেয়ার করুন