২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:৫৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


কনসাল জেনারেলকে স্মারকলিপি প্রদান
কনস্যুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
কনস্যুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ কনস্যুলেটের সামনে বিএনপির বিক্ষোভ


বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক অবৈধ এক তরফা তফসিল বাতিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, শেখ হাসিনার পদত্যাগ দাবি ও বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ জেলে আটক বিএনপির সব নেতার দ্রুত মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের সামনে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঢুকে কনসাল জেনারেলকে স্মারকলিপি প্রদান করেন। এই যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ স্মারকলিপি হস্তান্তরের পূর্বে সরকারবিরোধী বক্তব্য রাখেন।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহম্মেদ জনি। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ সবুজের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সোলায়মান ভূইয়া, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুর, সাবেক সহ-সভাপতি নিয়াজ আহম্মেদ জুয়েল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক যুগ্ম-সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক যুগ্ম-সম্পাদক ফিরোজ আহম্মেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান দুলাল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিএনপির সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ফারুক হোসেন মজুমদার, বিএনপি নেতা রফিকুল মাওলা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি শরিফ লস্কর, বীর মুক্তিযোদ্বা মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা শাহ আলম, বিএনপির সিনিয়র নেতা ডাঃ আব্দুস সবুর, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফারুক চৌধুরী, স্টেট বিএনপির সাবেক সহ-সভাপতি আকিকুর রহমান ফারুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ -আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খোরশেদ আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্বা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহওরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, স্টেট বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হাওলাদার, যুবদলের সাবেক সহ-সভাপতি আতিকুল হক আহাদ, যুব নেতা মীর মিজান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাফর তালুকদার, যুক্তরাষ্ট্র মহিলা দলের সাবেক মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফ হোসাইন, রাশেদ রহমান, বিএনপি নেতা ম ম জসিম, মাসুদ হোসেন, এনামুল হক, শেখ সিদ্দিক, মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক মোহাম্মদ হোসাইন, সেলিম আহম্মেদ, মো. মাঈনউদ্দিন প্রমুখ।

বিক্ষোভ শেষে বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সিনিয়র নেতৃবৃন্দ কনসাল জেনারেল বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন। কনসাল জেনারেলের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন কনস্যুলেটের কর্মকর্তা মোহাম্মদ আসিফ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যতদিন না পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে। তারা বলেন, বাংলাদেশের মানুষ যেভাবে হরতাল-অবরোধ এবং আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তাতে করে শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তারা দাবি জানান, নির্বাচনের তফসিল বাতিল করার জন্য। কারণ বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

শেয়ার করুন