২৭ এপ্রিল ২০১২, শনিবার, ০৪:৪৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


ধর্মশালায় বাংলাদেশের ইংরেজি পরীক্ষা
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৩
ধর্মশালায় বাংলাদেশের ইংরেজি পরীক্ষা ধর্মশালায় ইতিমধ্যে এক ম্যাচ খেলে ফেলেছে সাকিবরা। ইংল্যান্ডের মঈন আলীরাও চেষ্টা করছেন মাঠের খুটিনাটি বুঝতে/ছবি সংগৃহীত


হিমাচল প্রদেশের ধর্মশালায় বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট স্টেডিয়ামে সুন্দর পরিবেশে অসুন্দর মাঠে আজ ক্রিকেট বিশ্বকাপে বেঙ্গল টাইগার্সদের ইংরেজি পরীক্ষা।  অসুন্দর বলছি কারণ, মাঠটির বোলিং রান আপ এবং অউটফিল্ডে বালুময়। যেকোনো মুহূর্তে খেলোয়াড়দের আহত হবার শংকা। এই মাঠে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে  দাপুটে জয় পেয়ে শুভ সূচনা করেছে সাকিব বাহিনী। অপরদিকে শিরোপাধারী ইংল্যান্ড কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে প্রায় দর্শক শুন্য স্টেডিয়ামে শোচনীয় ভাবে হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে। আজ তাই মরিয়া হয়ে ইংরেজ সিংহরা লড়াই করবে। ছলে বলে কলে কৌশলে চাইবে ম্যাচটি জিতে নিতে।


ইতিমধ্যেই ওদের কয়েকজন হুঙ্কার দিয়েছে আজ বাংলাদেশকে তুড়ি মেরে উড়িয়ে দিতে। অথচ ২০১৫ এডিলেড ওভালে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছিল এ ইংল্যান্ড। এই বাংলাদেশ সেই দিন মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ শতরান আর রুবেল হোসেনের ঘাতক বোলিংয়ে কুপোকাত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল। বাংলাদেশের সেই বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন এবারের দলেও আছেন। বাংলাদেশ নিজেদের সেরা দিয়ে খেললে আজও কিন্তু জয় ছিনিয়ে নিতে পারে। আর তাই যদি হয় তবে এবারেও কিন্তু ইংরেজ সেনাদের আর বিশ্ব কাপ আসর থেকে বিদায় দেয়ার পথ প্রশস্ত হয়ে যাবে।
আজ জয় ছিনিয়ে নিতে পারলে বাংলাদেশ স্বপ্নের সেমী ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে।
প্রধম ম্যাচের ন্যায় আজও দিনের খেলা।  বাংলাদেশ ইতি মধ্যে কয়েকদিন এখানে থেকে পরিবেশ পরিস্থিতি এবং উইকেটের সঙ্গে ধাতস্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে দেখা গেছে উইকেটে তাজা ঘাস থাকায় বাউন্স থাকে, স্পিন ধরে।  সাকিব , মেহেদী দুইজন আফগানদের ঘাতক হয়েছিল। আজ হয়তো ইংল্যান্ডের স্পিন


দুর্বলতার কথা স্মরণে রেখে একজন বাড়তি স্পিনার বাম হাতি নাসুম আহমেদের কথা ভাবতে পারে। কিন্তু এডিলেড জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে এ ম্যাচেও বেশ গুরুত্বপূর্ণই মনে হচ্ছে। যেহেতু উইকেটে বাউন্স আছে তাই একজন পেস বলার কম খেলানো ঠিক হবে না। ওদিকে আবার ওপেনিং নিয়েও সমস্যা। লিটন একেবারে নড়বড়ে , প্রথম বিশ্বকাপের স্নায়ুর চাপে আছে ছোট তামিম। যদিও মেহেদী মিরাজ তুখোড় ফর্মে আছে তবুও ওকে দিয়ে ওপেনিং করানোর ঝুঁকি নেয়া ঠিক হবে না। সাম কুরান ,ক্রিস ওকস কিন্তু ঘাসে আচ্ছাদিত উইকেট থেকে নতুন বলে ফায়েদা তুলে নিতে চাইবে। তাই বাংলাদেশকে অনেক বুঝে শুনে দল সাজাতে হবে।  তামিম ,শান্তকে দিয়ে ওপেন করিয়ে লিটনকে মিডল অর্ডারে খেলানো যেতে পারে। সেই ক্ষেত্রে তাওহীদ হৃদয়কে বিশ্রাম দিয়ে নাসুমকে খেলানো যায়। কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে মাহমুদুল্লাহ ইংল্যান্ড দলের বিরুদ্ধে আত্মবিশ্বাসী থাকবে।  ওকে বরং একটু ওপরে ব্যাটিং করিয়ে দেখা যেতে পারে।


আজ টস কিন্তু গুরুত্বপূর্ণ হবে।  বাংলাদেশ সুযোগ থাকলে প্রথম ব্যাটিং করে ২৭০-২৮০ টার্গেট দিলে ইংল্যান্ড মরিয়া হয়ে তাড়া করবে।  ইংল্যান্ডের কিন্তু মেহেদী মিরাজ- সাকিব জুটির স্পিন ভীতি আছে। মিরপুরে এই জুটি কিন্তু টেস্টে এক সেশনে ১০ উইকেট নিয়ে টেস্ট জিতিয়েছিলো। বাংলাদেশকে বেয়ার্স্ট ,জো রুট এবং বাটলারের উইকেট গুলো চট জলদি তুলে নিতে হবে।  জানি ইংল্যান্ডের মঈন আলী, ডেভিড মালান , সাম কুরান বা লিয়াম লিভিংস্টোন জ্বলে উঠতে পারে। কিন্তু আঁটসাঁট বোলিং এবং নিখুঁত ফিল্ডিং করে বাংলাদেশ আজ ষ্টার মার্কস নিয়ে ইংলিশ পরিক্ষায় পাস করতে পারবে।

শেয়ার করুন