২০ মে ২০১২, সোমবার, ০৪:৫৯:২৩ পূর্বাহ্ন


বাবর উদ্দিন প্রেসিডেন্ট, গোলাম হোসেন সেক্রেটারি
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি
দেশ রিপার্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি সভাপতি বাবর উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন


যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান অতি সম্প্রতি স্বাক্ষর করে এই কমিটি পাঠিয়েছেন। কমিটির সভাপতি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি আলহাজ বাবর উদ্দিন। এই নিয়ে তিনি দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন (সাবেক কমিশনার), বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম, কমান্ডার মোহাম্মদ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা হাজি আসাদুল বারী মানিক, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাকলাদার। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াসিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাইদুল হক সাইদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম নূরুল আলম ভুইয়া, দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুপ, সমাজ কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সমবায় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল আমিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মামুন, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম শিকদার, বীর মুক্তিযোদ্ধা সোয়েব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শরাফত খান মুবিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কামরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার সমীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ড. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি। সেই সঙ্গে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কর্নেল কাজী কাইসার, বীর মুক্তিযোদ্ধা ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন দুলাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদীন।

নবনির্বাচিত সভাপতি আলহাজ বাবর উদ্দিন বলেন, আমাদের প্রধান কাজ হবে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে কঠোর আন্দোল গড়ে তোলা। আজকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যত দিন পর্যন্ত স্বৈরাচারী এবং গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা পদত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তিন বলেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খাালেদা জিয়াকে মুক্ত করা যাবে না, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আন্দোলন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন