০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০১:০৮:৩৯ অপরাহ্ন


প্রথম পুরস্কার গাড়ি পেলেন এস বিশ্বাস
জেবিবিএ’র মেলায় মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৭-২০২২
জেবিবিএ’র মেলায় মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে গ্যান্ড মার্শাল, আয়োজক এবং অতিথিবৃন্দ


জ্যাকসন হাইটস বাংলাদেশিদের প্রিয় জায়গা। সম্ভবত পুরো আমেরিকার মধ্যে বাংলাদেশিদের বসতি, ব্যবসা-প্রতিষ্ঠান এবং অফিস এখানেই বেশি। সেই প্রয়ে জায়গায় যদি মেলার আয়োজন করা হয় তাহলে তো কথাই নেই। করোনার কারণে গত দুই বছর মানুষ আনন্দ-উচ্ছ্বাস করতে পারেনি। আনন্দ-উচ্ছ্বাস করার সুযোগও পায়নি। অনুষ্ঠান বলতে গেলে বন্ধ ছিলো। এখন সেই পরিস্থিতি নেই। ঘরবন্দি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। প্রতি বছরই জ্যাকসন হাইটস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। গত দুই বছর করোনার কারণে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। জেবিবিএ’র মেলা মানেই মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ। বাঁধভাঙা উচ্ছ্বাস। হাজার হাজার মানুষের অংশগ্রহণ। জ্যাকসন হাইটসের ৭৬ স্ট্রিটে জেবিবিএ আয়োজন করেছিলো পথ মেলার। দিনব্যাপী এই মেলায় বক্তব্য হয়েছে, গান হয়েছে, নাচ হয়েছে, স্টলে কেনাকাটা হয়েছে।

দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, আহ্বায়ক মোল্লা এম এ মাসুদ, গ্যান্ড মার্শাল বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, মনমুন হাসিনা বারী, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহেদু, মোহাম্মদ মাসুদ রানা, সারা হোম কেয়ারের ডা. শাহজাদী পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুল হক চৌধুরী, কো-কনভেনর সোলায়মান আলী, জসিম ভুইয়া, আহসান হাবিব, শেখ নোমান পলাশ, এস এম হাসান, মফিজুর রহমান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শাহ শহীদুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সদস্য সচিব আলমগীর খান আলম, রকি আলিয়ান, আতিকুল হক জাকির, মোহাম্মদ আব্দুল খালেক, শাহাদত হোসেন রাজু, বাবলী হক, আকাশ রহমান, বিএম বাদশাহ, ডা. বর্ণালি হাসান, আব্দুল আলিম, শাহ মাহবুব শেখ, হাসান জিলানী, আসাদুল বারী আসাদ, মোহাম্মদ আলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, যুগ্ম সদস্য সচিব আতিকুল হক জাকির, কো-অডিনেটর মোহাম্মদ মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম জয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি গিয়াস আহমেদ, নুশরাত আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, ফারহানা খান, গ্যান্ড মার্শাল নূরুল আজিম, দুলাল বেহেদু, আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারি, মোহাম্মদ মাসুদ রানা, ডা. শাহজাদী পারভীন, অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, পুলিশ অফিসার তাহেরী প্রমুখ।

গিয়াস আহমেদ বলেন, প্রতি বছর জেবিবিএ মেলার আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় আমরা এবারো মেলা করেছি। মেলায় মানুষের স্বতঃস্ফর্ত উপস্থিতি দেখে আমরা অভিভ‚ত।

তারেক হাসান খান বলেন, এই মেলায় আমাদের যারা সহযোগিতা করেছেন, পাশে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, আপনাদের কারণে জেবিবিএ’র মেলা সফল এবং আজকে হাজার হাজার মানুষের উপস্থিতি।

নূরুল আজিম জেবিবিএকে মেলার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সব ভালো কাজের সাথেই আমার সহযোগিতা থাকবে।

অ্যাটর্নি মঈন চৌধুরী জেবিবিএকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেলার পাশাপাশি আমাদের মূলধারার রাজনীতিতে যোগ দিতে হবে। এখন আমাদের সময় এসেছে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার।

দুলাল বেহেদু জেবিবিএ’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আগামী সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এই মেলার মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি এবং কালচারকে তুলে ধরছি।

অনুষ্ঠানের সংগীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন, তপন চৌধুরী, বিপ্লব। স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, সেলিম ইব্রাহিম, ত্রিনিয়া হাসান, আমানত হোসেন আমান, আফতাব জনি, ডা. কামরুল ইসলাম, কমির হাওলাদার, আলিম আখিল, ইয়াসমীন, মীরা প্রমুখ।

২৪ জুন ছিলো প্রচণ্ড গরম। ভাগ্য দেবী সহায় ছিলো জেবিবিএ’র প্রতি। কারণ প্রচণ্ড গরম থাকলেও বাতাস ছিলো। বাতাসের কারণে মানুষ স্বস্তির মধ্যে ছিলো, শান্তির মধ্যে ছিলো। শান্তির মধ্যে ছিলো বলেই উচ্ছ্বাসে বাঁধ ভেঙে। দিনের প্রথম অংশ মানুষের উপস্থিতি একট কম থাকলেও শেষ বিকেলে সূর্যমামার তেজ কমার সাথে সাথেই মানুষের যেন ঢল নামে। তারা শিল্পীদের সাথে গেয়েছেন, নেচেছেন এবং উচ্ছ্বাস করেছে। এই আনন্দ যেন ধরে রাখার মতো নয়। গানের সাথে অনেকেই বিভিন্ন স্টল ঘুরেছেন এবং নিজেদের পছন্দের বাজার করেছেন। সেই সাথে ছিলো বাড়তি ঘোড়ার গাড়িতে চড়া। এ ছাড়াও মেলায় অ্যাসেম্বলিওম্যানের পক্ষ থেকে বেশ কয়েকজন সাইটেশন প্রদান করা হয়। সেবার জন্য পুলিশ অফিসারদেরও দেয়া বিশেষ সম্মাননা।

মেলার সর্বশেষ আকর্ষণ ছিলো র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্রতে সিলেট মোটরসের পক্ষ থেকে গাড়ি দেয়া হয়। সব মিলিয়ে আটটি পুরস্কার দেয়া হয়। গাড়ি জয়ী ভাগ্যবান হলেন এস বিশ্বাস। সন্ধ্যার সময় বিদায়ের সুর বেজে উঠলো। সবাই ফিরে গেলেন আপন নিবাসে।

শেয়ার করুন