০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিয়ানীবাজার সমিতির নির্বাচন
১৯ পদে ৪১ প্যাকেজ বিক্রি, কেন্দ্র দুই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
১৯ পদে ৪১ প্যাকেজ বিক্রি, কেন্দ্র দুই মহিলা সম্পাদক পদপ্রার্থী হাফছা ফেরদৌস হেলেনের প্যাকেজ সংগ্রহ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিদির মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থীসহ ১৯টি পদে ৪১টি মনোয়নপত্র বিক্রি করা হয়েছে। প্যাকেজ প্রতি ১০০ ডলার প্রদান করা হয়। মনোনয়ন বিক্রি থেকে সংগ্রহ ৪ হাজার ১০০ ডলার।

গত ১৪ সেপ্টেম্বর রুহুল-অপু প্যানেল ও মান্নান-দুখু প্যানেলসহ স্বতন্ত্র সেক্রেটারি পদপ্রার্থী কমর উদ্দীন বিয়ানীবাজার সমিতির নিজস্ব ভবনে প্যাকেজ সংগ্রহ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান, কমিশনের সদস্য শামীম আহমদ, বজলুর রহমান, মোহাম্মদ আমিনুল হোসেন, আব্দুল জলিল চৌধুরী উপস্থিত ছিলেন। সমর্থক দ্বারা পরিবেষ্টিত উৎসাহ-উদ্দীপনার মাঝে তাদের প্যাকেজ সংগ্রহ করেন। এ সময় সমর্থকদের উপস্থিতে কমিশনের প্যাকেজ প্রদানের স্থান বিয়ানীবাজার সমিতির ভবনের ভেতর-বাহিরে সরগরম হয়ে ওঠে। প্যাকেজ সংগ্রহে সভাপতি পদপ্রার্থী আবুল মান্নান ও মুহিবুর রহমান রুহুল, সেক্রেটারি পদপ্রার্থী আব্দুল হান্নান দুখু ও রেজাউল আলম অপু এবং.স্বতন্ত্র পদ প্রার্থী কমরউদ্দীনও উপস্থিত ছিলেন। প্যাকেজ একক ও সম্মিলিতভাবে সংগ্রহ করা হয়। প্যাকেজ গ্রহণ করার সময় প্রত্যক প্রার্থীর সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পরিবেশ। সবার চোখেমুখে হাসির ঝলক ভেসে ওঠে। রসালো আলোচনার ঝড় ও বয়ে যায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচন দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একটি ওজনপার্কের অন্যটি মেজেস্টিক মারকুইস পার্টি হল ৮৮-০৩ ১০১ অ্যাভিনিউ, আরেকটি ব্রঙ্কসের আল-আকসা পার্টি হল ১৪১০ ইউনিয়ন পোর্ট রোড পার্কচেস্টার। ব্রঙ্কস কেন্দ্রে ভোটার ১ হাজার ১৫ জন। সে কেন্দ্রে ব্রঙ্কস, নিউজার্সি ও পেনসিলভানিয়ায় বসবাসরত ভোটাররা ভোট প্রদান করবেন। 

মনোনয়নপত্র দাখিল : আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত স্থানীয় আলমদিনা পার্টি হলে মনোনয়নপত্র নির্ধারিত ফি দিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া যাবে। ওইদিন মনোনয়নপত্র যাচাই-বাছাই করে রাত ১০টা প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

মনোনয়নপত্র জমা দেয়ার সময়:

নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৬ অক্টোবর বিয়ানীবাজার সমিতির নির্বাচন উপলক্ষে ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আল মদিনা পার্টি হলে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন পত্র জমা দানকারিরা যাতে স্বাচ্ছন্দভাবে মনোনয়ন পত্র জমা দিতে পারে সে জন্য দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মান্নান-দুখু প্যানেলের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় বিকাল ৫ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত। রুহুল- অপু প্যানেলের মনোনয়ন জমা দেয়ার সময় ৭ টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত। স্বতন্ত্র প্রার্থী বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে যে কোন সময় জমা দিতে পারবেন।

রুহুল-অপু প্যানেলের:

রুহুল-অপু প্যানেল সমর্থকদের প্যাকেজ সংগ্রহ পরবর্তী এক পরামর্শ সভা গত ১৪ সেপ্টেম্বর ওজনপার্ক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুজিবুর রহমান তোতা।

সভায় নির্বাচনী কার্যক্রম আরো বেগবান করা, ভোটারদের কাছে উপস্থিত হয়ে ভবিষ্যত পরিকল্পনা উত্থাপন, বিগত দিনে যেসব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি তার যৌক্তিক কারণ তুলে ধরা এবং প্যানেলের সবাইকে ভোটারদের কাছে প্যানেলের পক্ষে ভোট চাওয়া। পরামর্শ সভায় ভোটের শেষ সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ভেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন গোলাপশাহ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মুজিবুর রহমান তোতা, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, আজিমুর রহমান বুরহান, মোস্তফা কামাল, সাবেক উপদেষ্টা আব্দুল হক মনিয়া, আবুল হোসেন, রুহুল-অপু প্যানেলের সদস্য সচিব মোহাম্মদ আলীম, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনের সদস্য কামাল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, জিয়াউল হোসেন, বাহার উদ্দিন চান্দ, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, এই প্যানেলের আহ্বায়ক আহমদ মোস্তফা বাবুল, সভাপতি প্রার্থী মহিবুর রহমান রুহুল, সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল আলম অপু প্রমুখ।

শেয়ার করুন