০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


টর্চ-বিয়ারার অ্যাওয়ার্ড পেলেন ফখরুল ইসলাম দেলোয়ার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
টর্চ-বিয়ারার অ্যাওয়ার্ড পেলেন ফখরুল ইসলাম দেলোয়ার অ্যাওয়ার্ড হাতে ফখরুল ইসলাম দেলোয়ার


জাতি, নগর ও সমাজের সেবা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে গড়ে ওঠা ব্যক্তিদের সম্মানিত করতে প্রতিষ্ঠিত Torch-Bearer Award বা আলো বাহক সম্মাননা ২০২৫-এর জন্য মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সমাজসেবক ও কমিউনিটি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।

টর্চ-বিয়ারার অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে অবদান রাখা ব্যতিক্রমী ব্যক্তিত্বদের দেওয়া হয়, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৫ সালের সম্মাননা তালিকায় মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে যুক্ত করা হয়েছে তাঁর সমাজসেবা, নেতৃত্বগুণ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করে আসছেন- প্রবাসে এবং দেশে উভয় ক্ষেত্রেই। শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তাঁর নেতৃত্ব বাংলাদেশের মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে।

বাংলাদেশি তরুণ প্রজন্মকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার শুধু একজন কমিউনিটি লিডারই নন, তিনি একজন অনুপ্রেরণার প্রতীক, যিনি সমাজে আশার আলো জ্বালিয়ে চলেছেন।”

শেয়ার করুন