৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ৬:৪১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


ফেডারেল আদালতে আইস প্রধানকে হাজিরার নির্দেশ
আদালত অবমাননার হুঁশিয়ারি বিচারকের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
আদালত অবমাননার হুঁশিয়ারি বিচারকের আইসিই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-এর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স


যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব মিনেসোটা'র বিচারক প্যাট্রিক শিল্টজ অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর ভারপ্রাপ্ত প্রধানকে সরাসরি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এবং আদালতের আদেশ অমান্যের অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু হতে পারে বলে সতর্ক করেছেন।

ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব মিনেসোটার প্রধান বিচারক প্যাট্রিক শিল্টজ গত ২৩ জানুয়ারি শুক্রবার তার আদালতে আইসিই-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না- ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। তিন পৃষ্ঠার আদেশে বিচারক শিল্টজ উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসন আদালতের “ডজনখানেক” আদেশ মানতে ব্যর্থ হয়েছে, যার ফলে অপারেশন মেট্রো সার্জ-এর আওতায় আটক অভিবাসীদের জন্য গুরুতর দুর্ভোগ তৈরি হয়েছে।

বিচারক শিল্টজ লিখেছেন, তিনি প্রশাসনের প্রতি অত্যন্ত ধৈর্য দেখিয়েছেন, যদিও তারা হাজার হাজার ফেডারেল এজেন্ট মিনেসোটায় পাঠিয়েছে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আটক করতে, কিন্তু এর ফলে যে শত শত হেবিয়াস করপাস আবেদন ও মামলা হবে, সে বিষয়ে কোনো প্রস্তুতি নেয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আদালতের ধৈর্য এখন শেষ।”জর্জ ডব্লিউ বুশের আমলে নিয়োগপ্রাপ্ত এই বিচারক আদেশে বলেন, কোনো ফেডারেল সংস্থার প্রধানকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে বলা একটি অসাধারণ পদক্ষেপ, তবে আইস যেভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছে সেটিও তেমনই অসাধারণ, এবং এর আগে নেওয়া কম কঠোর পদক্ষেপগুলো ব্যর্থ হয়েছে।

এই আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই ইকুয়েডরের নাগরিক হুয়ান হুগো তোবাই রোবলেসের আইনজীবী নিশ্চিত করেন যে তার মক্কেলকে অভিবাসন হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। টেক্সাসে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বিচারক শিল্টজ আদেশে উল্লেখ করেন, যদি আদালতে আনুষ্ঠানিকভাবে রোবলেসের মুক্তির নথি দাখিল করা হয়, তাহলে আইস প্রধানের হাজিরা প্রয়োজন নাও হতে পারে। এখনো পর্যন্ত এমন কোনো নথি দাখিল করা হয়নি।

আদালতের নথি অনুযায়ী, তোবাই রোবলেস ১৯৯৯ সালে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। চলতি মাসের শুরুতে তাকে আটক করে মিনেসোটার ফোর্ট স্নেলিংয়ে রাখা হয়। তার আটকাদেশ চ্যালেঞ্জ করে করা মামলায় বিচারক শিল্টজ গত সপ্তাহে নির্দেশ দেন যে, সাত দিনের মধ্যে তাকে জামিন শুনানি দিতে হবে, নতুবা অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে আইনজীবীরা আদালতকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শুনানি হয়নি এবং তিনি তখনও আটক ছিলেন।

টুইন সিটিজ এলাকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান শুরু হওয়ার পর মিনেসোটার ফেডারেল আদালতে আটক অভিবাসীদের মুক্তির দাবিতে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। একই সঙ্গে স্টেট কর্মকর্তারা অপারেশন মেট্রো সার্জ পুরোপুরি বন্ধের দাবিতে পৃথক একটি আবেদন করেছেন, যা অন্য এক বিচারক বিবেচনা করছেন।

এর আগে গত সপ্তাহে বিচারক শিল্টজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরেকটি ইস্যুতেও বিরোধে জড়ান। সেন্ট পল শহরের একটি গির্জায় আইস বিরোধী বিক্ষোভের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করে বিচার বিভাগ। তবে অষ্টম সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের একটি সর্বসম্মত বেঞ্চ প্রশাসনের সেই আবেদন নাকচ করে দেয়। ওই পাঁচজনের মধ্যে সাবেক সিএনএন উপস্থাপক ডন লেমনও ছিলেন।অষ্টম সার্কিটে পাঠানো এক চিঠিতে বিচারক শিল্টজ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে অভূতপূর্ব আখ্যা দিয়ে বলেন, এখানে কোনো জরুরি পরিস্থিতি নেই।

শেয়ার করুন