অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ
নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ২০ জানুয়ারি নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, লিয়াকোত আলী, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, মোহাম্মদ মমতাজ উদ্দীন, সুলতান মাহমুদ সিদ্দিকী ও নাসিমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। কোরআন তেলওয়াত করেন আশিকুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ হেলাল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রিন্স, হুসাইন ইসলাম মিঠু, আব্দুল আহাদ হেলাল, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ হাসিব মিয়া, আব্দুল মুক্তাদির, তপদী রায়, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, মোহাম্মদ বাদল হোসেন, মোহাম্মদ আলী মিলন, মোহাম্মদ সৈকত আহমদ, মাহবুব চৌধুরী মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ সাদিক আলী, মোহাম্মদ সোহেল আহমেদ, চৌধুরী মোমিত তানিম, শাহ স্বপন, মোহাম্মদ জাহির হোসাইন, আব্দুল ওয়াদুদ খোকন, মোহাম্মদ শহিদুল ইসলাম, হাজী ইকবাল হোসেন, সামসুল হক, রাহেল আহমেদ ও শাহ ইকবাল রাজু।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সম্মুখসমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যায়। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।