৩১ জানুয়ারী ২০২৬, শনিবার, ৬:৪১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে ঘিরে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা ‘উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিনঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই রয়েছে’ এনসিপির ৩৬ দফার ইশতেহার, কী আছে তাতে? ১২ ফেব্রুয়ারী ধানের শীষের পাশাপাশি হ্যা ভোট দেয়ারও আহ্বান তারেক রহমানের আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের জয়, নাইকোকে ৫১৬ কোটি টাকা জরিমানা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার সরকারি কর্মকর্তাদের জন্য দণ্ডনীয় অপরাধ- ইসি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান নিরাপদ কর্মপরিবেশের দায়িত্ব নিয়োগকর্তারই `খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়, কারাগারে নির্যাতনের ফল'


মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
মহানগর উত্তর বিএনপির জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দ


নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ২০ জানুয়ারি নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, লিয়াকোত আলী, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, মোহাম্মদ মমতাজ উদ্দীন, সুলতান মাহমুদ সিদ্দিকী ও নাসিমা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। কোরআন তেলওয়াত করেন আশিকুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ হেলাল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রিন্স, হুসাইন ইসলাম মিঠু, আব্দুল আহাদ হেলাল, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ হাসিব মিয়া, আব্দুল মুক্তাদির, তপদী রায়, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, মোহাম্মদ বাদল হোসেন, মোহাম্মদ আলী মিলন, মোহাম্মদ সৈকত আহমদ, মাহবুব চৌধুরী মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ সাদিক আলী, মোহাম্মদ সোহেল আহমেদ, চৌধুরী মোমিত তানিম, শাহ স্বপন, মোহাম্মদ জাহির হোসাইন, আব্দুল ওয়াদুদ খোকন, মোহাম্মদ শহিদুল ইসলাম, হাজী ইকবাল হোসেন, সামসুল হক, রাহেল আহমেদ ও শাহ ইকবাল রাজু।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সম্মুখসমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যায়। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

শেয়ার করুন