০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাইডেন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের রেকর্ড নিয়োগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
বাইডেন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের রেকর্ড নিয়োগ জো বাইডেন


যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের আমলে ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিকদের প্রশাসনে নিয়োগ দেয়া শুরু হয়েছিল। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ৮০ জনেরও বেশি ভারতীয় মার্কিন নাগরিককে নিযুক্ত করেছিলেন। আর, ট্রাম্পের পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা তার একটানা আট বছরের শাসনামলে ৬০ জনেরও বেশি ভারতীয়-আমেরিকানকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছেন, তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড। এখনো পর্যন্ত ১৩০ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিককে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন বাইডেন। অতীতে এতো বিপুল সংখ্যক ভারতীয় কখনো মার্কিন প্রশাসনে নিযুক্ত হননি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ ভারতীয়। এসব নিয়োগের মাধ্যমে বাইডেন কার্যত ভারতীয় বংশোদ্ভ‚ত সেসব মার্কিন নাগরিকদেরই স্বীকৃতি দিয়েছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাইডেন ভারতীয় মার্কিন নাগরিকদের প্রতিশ্রæতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে তিনি তাদের নিজের প্রশাসনে আরও বেশি সংখ্যায় নিয়োগ করবেন। এই নিয়োগের মাধ্যমে বাইডেন মূলত সেই প্রতিশ্রæতিই পূরণ করেছেন। তিনি তার প্রশাসনের প্রায় সমস্ত বিভাগে এবং সংস্থায় ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন নাগরিকদের নিয়োগ করেছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে ৪০ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভ‚ত আমেরিকান বিভিন্ন রাজ্যে নির্বাচিত হয়েছেন। চার জন ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন সেদেশের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভ‚ত আমেরিকানের অধীনস্ত ২০টিরও বেশি সংস্থা এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংস্থাগুলোর অন্যতম।

শেয়ার করুন