০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৪৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে বঙ্গবীরের শোক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২২
শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে বঙ্গবীরের শোক অসুস্থ কাদের সিদ্দিকীকে দেখতে গিয়েছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। সে স্মৃতি তুলে ধরলেন বঙ্গবীর/ছবি সংগৃহীত


বর্ষীয়ান রাজনীতিক, সাবেক উপ-প্রধানমন্ত্রী, শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতিক। এক শোকবার্তায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “গত ১০ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে আমাকে দেখতে এসে তিনি আমার সুস্থতার জন্য দোয়া কওে নিজেই পরপাওে চলে গেলেন, যা আমার জন্য এক হৃদয় বিদারক ঘটনা।”


শাহ মোয়াজ্জেম হোসেনের স্মৃতিচারণ করে তিনি বলেন,  “মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের যৌথ পার্লামেন্টে ২ ঘণ্টা ৪০ মিনিট তাঁর দুঃখ-বেদনা-আনন্দ, শৌর্যবীর্য তুলে ধরেছিলেন। টেবিল চাপড়ানো ছাড়া মাননীয় সদস্যদের আর কোনো কাজ ছিল না। বক্তৃতা শেষে তাঁকে যে কত মানুষ বুকে জড়িয়ে ধরেছিল তার কোনো লেখাজোখা নেই। শিকাগোয় যেমন আর কেউ স্বামী বিবেকানন্দের মতো বিচারকদের ভুলিয়ে দিয়ে ৩ মিনিটের জায়গায় ৩ ঘণ্টা অমর বাণী শোনাতে পারেননি, তেমনি ভারতের পার্লামেন্টেও নয়।


আর কোনো দিন হয়তো ভারতের পার্লামেন্টের সদস্যদের তন্ময় করে ২ ঘণ্টা ৪০ মিনিট বক্তৃতা করতে পারবেন না।”  তিনি আরও বলেন, “বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে শাহ মোয়াজ্জেম হোসেন ১৯ বার কারাবরণ কওে কমপক্ষে ২২ বছর জেল খেটেছেন। বাংলাদেশের ইতিহাসে যা এক অনন্য ঘটনা।”
উল্লেখ্য বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম নিজেও অসুস্থ হয়ে ৭ই সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ^দ্যিালয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন