১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে পিটার হাস
সব দলের অংশগ্রহন ও সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-০৯-২০২২
সব দলের অংশগ্রহন ও সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ন


বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, সহিংস রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার স্থানীয় একম হোটেলে আয়োজিত আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় পিটার হাস এসব কথা বলেন।


‘ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক: ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণই চাবিকাঠি’ শীর্ষক আলোচনা সভায় মূল বক্তব্য দিয়েছেন তিনি। এতে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সমৃদ্ধির রাজনৈতিক সংঘাতহীন নির্বাচন গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এমন আশা করে যুক্তরাষ্ট্র। 

পিটার হাস তার আগের বক্তব্যের পুনুরুল্লেখ করে বলেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে  একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ দেখতে যুক্তরাষ্ট্রের আগ্রহ। তিনি উল্লেখ করেন দুই দেশের সম্পর্কের কথা। এ সময় তিনি জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বিরাজমান। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে। 

পিটার হাস বলেন, এ দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাত পড়ছে। বেসরকারি খাত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পৃক্ত হচ্ছে। বাংলাদেশের চার কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। মার্কিন বিনিয়োগ সম্পর্কে পিটার হাস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে আগ্রহী। তাই এখানে পূর্ণকালীন একজন কমার্শিয়াল অ্যাটাশে নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এখন তাদের নিরাপদে দেশে ফিরে যাওয়া নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্র এই রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করছে।


শেয়ার করুন