০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৫৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মারিউপোলের ভেতরে প্রবেশ করেছে রুশ সেনারা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২২
মারিউপোলের ভেতরে প্রবেশ করেছে রুশ সেনারা বিধ্বস্ত মারিউপোল শহর


ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে রাশিয়ার কিছু সেনা প্রবেশ করেছে। এমন খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা।  মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র সম্পর্কিক্ত যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক জ্যাক ডেচ এ নিয়ে একটি টুইট করেছেন। যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে তিনি টুইটে খবরটি জানিয়েছেন। টুইটে সাংবাদিক জ্যাক ডেচ লিখেছেন, যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র প্রতিরা কর্মকর্তা জানিয়েছেন, অবরুদ্ধ মারিউপোলের শহরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। তাদের সঙ্গে এসেছে ডনবাসের বিচ্ছিন্নতাবাদী সেনারাও। 

এদিকে মারিউপোলে এখনো প্রায় ২ লাখ মানুষ আটকা আছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি তিগ্রস্থ হয়েছেন মারিউপোলের সাধারণ জনগণ। রুশ পেণাস্ত্র ও রকেট হামলায় অঞ্চলটির অনেকে নিহত হয়েছেন। তাদের লাশ রাস্তা ঘাটে পড়েছিল। আটকা পড়া মানুষ ও নিহতদের উদ্ধার করার বিষয়টিও ব্যাপকভাবে ব্যহত হয়েছে।

গত ২২ মার্চ মঙ্গলবার ইউক্রেনের প থেকে জানানো হয়, আজও প্রবল মতাশালী বোমা ছুড়েছে রাশিয়া। এদিকে মারিউপোলের দখল নিতে পারলে এটি রাশিয়ার জন্য হবে বড় বিজয়। কারণ তারা আজভ সাগরের নিয়ন্ত্রণ নিতে পারবে এবং রাশিয়া থেকে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে।

শেয়ার করুন