১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৩৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


সাংবাদিকদের ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ। শুক্রবার বেলা ১২ টার কাছাকাছি সময়ে সাংবাদিকদের ডিবি কার্যালয়ের সামনে এ তথ্য জানান। 

ডিবি প্রধান এ সময় বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ  শেষে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় তিনি বিএনপি সমাবেশে ভেনু প্রসঙ্গেও একটা সমঝোতায় যাচ্ছে বলে জানান। 

বিএনপির একটি মহাসমাবেশের আগে শীর্ষ এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল কি - না এমন এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। দুইদিন আগে ওই ঘটনায় আমাদের প্রায় ৫০ - ৬০ জন পুলিশ আহত হয়েছে। এবং সেখানে অনেক ভাংচুর হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি।জিজ্ঞাসাবাদ  শেষে পরবরতি সিদ্ধান্ত জানাতে পারব। তবে এটাকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলা যাবে কি না এ ব্যাপারে তিনি পরিস্কার কিছু বলেননি। বলেছেন আমরা জিজ্ঞাসাবাদ করছি।  

শেয়ার করুন