০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সুব্রত বিশ্বাসের দুটি বইয়ের পর্যালোচনা
পংকজ ভট্টাচার্য্য
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
সুব্রত বিশ্বাসের দুটি বইয়ের পর্যালোচনা বইয়ের প্রচ্ছদ


প্রিয়জন সুব্রত বিশ্বাসের দুটি সদ্যপ্রকাশিত গ্রন্থ হাতে এল। এ যেন অনেকদিন পরে বন্ধু সান্নিধ্যের স্বাদ পাবার মত ঘটনা। ‘জন্মই আজন্ম লড়াই’ গ্রন্থে একনজরে দেখা মেলে আমাদের জীবনের এমনকি বাঙালি মাত্রেই জীবনের শ্রেষ্ঠ সময়কাল, ভাষা-সংস্কৃতি-অর্থনীতি-স্বাধিকার পর্বটি, বিশেষত সিলেটের ইতিহাস-তারুণ্যের দেশজুড়ে আত্মদানে নিবেদিত প্রতিযোগিতার প্রেক্ষিতে যা অনন্য অধ্যায়ের অংশ হয়ে উঠেছিল। এই দুর্লভ সেরা সময়ের রক্ত-অশ্রু- আগুনের সাগর পাড়ি দেওয়া সিলেটের অধিকাংশ কুশীলবের মা-মাটি-মানুষের জন্য আত্মদানের লক্ষ্যে অবাক করা সংগ্রাম সাধনার কথা তিনি তুলে এনেছেন যা গবেষকদের জন্য হবে ইতিহাসের আকরগ্রন্থ। লেখকের সত্যনিষ্ঠা ও নির্মোহ বয়ান প্রশংসনীয়। 

প্রথম গ্রন্থের স্পর্শ খুঁজে পাই ‘নির্বাচিত খবর’ নামের দ্বিতীয় গ্রন্থে, যেখানে অনেকগুলো প্রাসঙ্গিক লেখায়। মিলবে মোহভঙ্গ ও স্বপ্নভঙ্গের তীব্র-তীক্ষ্ণ প্রশ্ন। রক্তমূল্যে অর্জনের সুবর্ণ পর্বটি বিসর্জনের শোক ও ক্ষোভের পালাগানের মতো যা বিবেকবান মানববিকতার অনুসারী-অনুরাগীর মনে প্রতিধ্বনির ঝড় তুলবে। লেখক মুন্সিয়ানার পরিচয় দির্য়েছেন সত্যসন্ধানী যুক্তির নিরিখে। দুটি গ্রন্থেরই মুখরক্ষার মুখবন্ধ যিনি লিখেছেন, তিনি এক আত্মপ্রচারবিমুখ, ত্রিকালদর্শী, বহুমাত্রিক গুণরাজিতে পারঙ্গম। কবিতা, পালাগান, গল্প-প্রবন্ধের লেখক দেশের শীর্ষপর্যায়ের প্রিচারমাধ্যমের অন্যতম পুরোধা, শব্দযোদ্ধা-মুক্তিযোদ্ধা অগ্রজ বেলাল বেগের বিজ্ঞ অভিমত গ্রন্থটিকে দিয়েছে ভিন্নমাত্রার দ্যোতনা ও আভিজাত্য। গ্রন্থগুলোর বহুল প্রচার কামনা করি।

শেয়ার করুন