৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:০০:৩৯ অপরাহ্ন


সদকাতুল ফিতর সর্বনিম্ন ১৫ ডলার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৩
সদকাতুল ফিতর সর্বনিম্ন ১৫ ডলার


সদকাতুল ফিতর হচ্ছে ঈদের দিনে সবাই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এর জন্য গরীব এবং অসহায় লোকদের ঈদের আগেই সদকাতুল ফিতরের অর্থ পৌঁছে দেয়া, যাতে করে গরীব-দুঃস্থ অন্ন-বস্ত্রের সামগ্রী ক্রয় করে সকলের সাথে ঈদগাহে যেতে পারে। যাকাতের অর্থ দু’ চারদিন পূর্বে দেওয়া না গেলে ঈদের নামাযের পূর্বে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। এই বছর ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫ ডলার। বিভিন্ন জন জানিয়েছেন, ফিতরার অর্থ দেয়া উচিত গবীর এবং অসহায় ব্যডক্তদের। এটা মসজিদে দেয়ার বিষয় না। আমরা যারা প্রবাসে আছি আমাদের উচিত ঈদের আগেই এ টাকাটা বাংলাদেশের পৌঁছে দেওয়া। আমরা যদি ঈদের জামাতে এই টাকা এখানে দেই তাহলে গরীব দুঃখী মানুষের কাছে ঈদের আগে পৌঁছেবে না, সদকাতুল ফিতর ও আদায় হবে না। সুতরাং সবার এটা মনে রাখা উচিত।

শেয়ার করুন