০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:১৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পঙ্কজ ভট্টাচার্য আছেন লাইভ সাপোর্টেই
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২৩
পঙ্কজ ভট্টাচার্য  আছেন লাইভ সাপোর্টেই পঙ্কজ ভট্টাচার্য


রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন প্রবীন রাজনীতিক ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যে অবস্থার কোনো উন্নতি হয়নি। লাইভ সাপোর্টেই আছেন। তিনি অধ্যাপক কামরুল হুদার অধীনে চিকিতসাধীন আছেন। 

রোববার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ জানান, উনার শরীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।গতকাল আইসিইউতে লাইভ সাপোর্টে নেয়ার পর যে অবস্থা ছিলো সেরকমই আছে। অক্সিজেন লেভেলসহ বিভিন্ন প্যারামিটারগুলো উঠানামা করছে।

গত ১৭ এপ্রিল নিউমোরিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন পঙ্কজ ভট্টাচার্য তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

হাসপাতালের চিকিতসক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘ গতকাল সকালে উনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দিচ্ছি।”

এদিকে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যুক্ত বিবৃতিতে প্রবীন রাজনীতিক পঙ্কজ ভট্টচার্য এর রোগমুক্তি কামনায় দেশকবাসীর আর্শিবাদ ও দোয়া কামনা করেছেন। নেতৃবৃন্দ হাসপাতালে ভিড় না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

বামপন্থি আর্দেশে বিশ্বাসী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যে বয়স ৮৩ বছর। ১৯৩৯ সালের আগস্টে তার জন্ম।  


শেয়ার করুন