০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘পাঠান’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৩
বাংলাদেশে শুক্রবার মুক্তি পাচ্ছে  হিন্দি ছবি ‘পাঠান’


দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল অলোচিত হিন্দি সিনেমা পাঠান। বেশ কয়েকবার তারিখ পেছানোর পর বাংলাদেশে ‘পাঠান’- এর মুক্তি এখন নিশ্চিত। ছবিটি বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও দিপিকা অভিনীত সিনেমাটি। 

বাংলাদেশে শাহরুখের জনপ্রিয়তা তুঙ্গে। এবার সেই নায়কের ছবি দর্শকরা দেখতে পাবেন নিজ প্রেক্ষাগৃহে। এর আগে গত ২৫শে জানুয়ারি ভারতসহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছিল 'পাঠান'।  

বাংলাদেশে গত ৫২ বছরে দেশে খুব বেশি হিন্দি সিনেমা মুক্তি পায়নি। এর সার্ক সম্মেলন উপলক্ষে নির্দিষ্ট কিছু পুরানো হিন্দি সহ সার্কভূক্ত দেশ সমুহের ছবি দেখানো হতো। পরবর্তিতে এ কালচার উঠে যায়। বিশেষ করে দেশের সিনেমা প্রডাকশনের প্রচন্ড আপত্তিতে হিন্দি সিনেমা দেখানোর অনুমতি দেয়া হয়নি। এবার সেটা ব্রেক হলো। 

শুরুতে জানা গিয়েছিল গত ৫ মে মুক্তি পাবে 'পাঠান'। কিন্তু সেন্সর সার্টিফিকেট হাতে আসতে দেরি হওয়ায় এবং ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমাগুলোর কথা ভেবে এক সপ্তাহ পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি।  বাংলাদেশে শাহরুখের সিনেমাটির আমদানি করছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সূত্রের খবর, বাংলাদেশের ৩২টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে 'পাঠান' দেখানো হবে ছবিটি। 

সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা-জন অভিনীত 'পাঠান'।


শেয়ার করুন