০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান স্মারকলিপি হস্তান্তর করছেন আকবর হায়দার কিরণ ও মশিউর রহমান


প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। গত ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নিকট কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও নিউইয়র্ক বাংলা ডট কম’র সম্পাদক আকবর হায়দার কিরন, বৃহত্তর কুমিল্লা ফাউন্ডেশন সভাপতি ও খবর ডট কম সম্পাদক মশিউর রহমান মজুমদার, আলোকচিত্র শিল্পী নীহার সিদ্দিকীসহ অন্যরা। স্মারকলিপিতে আরো স্বার করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদুল হক, মোহাম্মদ নুর হোসেন, কামরুন নাহার প্রমুখ।

স্মারকলিপিতে প্রবাসীরা বলেন, আমেরিকা থেকেও বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কুমিল্লাবাসী শ্রমের অর্থ পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখার চেষ্টা করছে। আপনি জাতির পিতার সুযোগ্য কত্যা। দেশ পরিচালনায় ও দেশের উন্নয়নে আপনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি সকল ক্ষেত্রে অগ্রসরমান কুমিল্লাকে বিভাগ করা। আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের নামকরণের জন্য আপনার নিকট বিনীত আবেদন করছি।

স্মারকলিপিতে প্রবাসীরা আরো বলেন, একজন খুনির অপকর্মের জন্য সারা কুমিল্লাবাসী দায়ী হতে পারে না। বাংলাদেশে প্রতি ইঞ্চি জায়গা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রচেষ্টা এবং নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কোন খুনির জায়গা নেই। আমাদের সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার আমাদের দাবির যথার্থতা আপনার সমীপে উত্থাপন করেছেন। জাতির পিতার কত্যা হিসেবে আপনি তা অনুভব করবেন বলে আমাদের বিশ্বাস। আপনি আমাদের দাবি অচিরেই কুমিল্লা নামে ‘কুমিল্লা বিভাগ’-এর ঘোষণা দিয়ে প্রবাসীদের আশা পূর্ণ করে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে স্মারকলিপি গ্রহণ করে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম প্রবাসী কুমিল্লাবাসীর প্রাণের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা সংক্রান্ত স্মারকলিপি প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের নয়নমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট দ্রুত পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন