০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ড. খন্দকার মোশারফ হোসেনের জন্য দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
ড. খন্দকার মোশারফ হোসেনের জন্য দোয়া কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত ৫ ডিসেম্বর সাবেক এই মন্ত্রীকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়। 

ড. খন্দকার মোশারফ হোসেনের সুস্থতা কামনায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ইসলামী সেন্টারে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ড. খন্দকার মোশারফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট কে এম আই খলিলসহ বাংলাদেশে গণতন্ত্র ও মানবধিকার আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সাদেক ও ইমাম মোজাম্মেল মিলাদ ও দোয়া পরিচালনা করেন। কুমিল্লাবাসীর এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ। 

উল্লেখযোগ্যরা হলেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, মো. আনোয়ারুল ইসলাম, আবদুস সবুর, গিয়াস উদ্দিন, দেওয়ান সাত্তার, মামুন মিয়াজী, শফিক রহমান দুলাল, মো. আমিনুল ইসলাম চৌধুরী, মো. সাইদুর রহমান সাইদ, বদরুল হক আজাদ, সোহেল আহমেদ, মো. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন মিয়াজী, শামিম মিয়া, সেলিম আহমেদ, সাইফুল ইসলাম, হাবিব উল্লাহ, কবীর হোসেনসহ আরো অনেকে।

শেয়ার করুন