০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
যুক্তরাষ্ট্র বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন বিএনপির অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। জিয়াউর রহমান আমাদের শুধু দেশ দেননি, আমাদের বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। গত ২৭ মার্চ মামা’স পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্বাধীনতা দিবসের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া, গিয়াস আহমেদ, রিতা রহমান, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলান খান।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনবাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। জিয়াউর রহমান আমাদের শুধু দেশ দেননি, আমাদের বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তারা আরো বলেন, বাংলাদেশে আজ বাকশাল কায়েম হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করা করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানের শেষভাগে অপ্রীতিকর ঘটনা ঘটে। অনুষ্ঠানের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সহসভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি উপস্থিত চারজন মুক্তিযোদ্ধাসহ চারজন বিএনপির কেন্দ্রীয় নেতাকে স্টেজে ডাকার প্রস্তাব করলে বিএনপি নেতা কাজী আজম, মোশারফ সবুজ, ফিরোজ আহমেদ ও গিয়াস উদ্দিন প্রচণ্ড বিরোধিতা করেন এবং উত্তেজনা শুরু হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের আর স্টেজে নেওয়া সম্ভব হয়নি। এজন্য যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

শেয়ার করুন