০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৪
মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত বক্তব্য রাখছেন চেয়ারম্য্যন কাজী আজিজুল হক খোকন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মাগুরা জেলা সোসাইটির সাধারণ সভা এবং সদস্য সংগ্রহের অনুষ্ঠান গত ৫ মে বিকালে অনুষ্ঠিত হয়। জ্যাকমসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়াওম্যান কাজী আজিজুল হক খোক। মহাসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ, মোহাম্মদ তাহাজ্জত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই প্রবাসে মাগুরার যারা মৃত্যুবরণ করেছেন তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়াওম্যান কাজী আজিজুল হক খোকন এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তাহাজ্জত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তন্মি সুলতানা, উৎপল দত্ত, বাহারুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, নিলুফা বেগম ও নাজনীন নীহার প্রমুখ।

চেয়াওম্যান কাজী আজিজুল হক খোকন বৃষ্টির মধ্যেও সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা প্রবাসী মাগুরাবাসীর সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। সুখ এবং দুঃখ আমরা ভাগাভাগি করে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি সবাইকে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান।

অন্য বক্তারা এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ-আলোচনা করেন। তারা বলেন, এটা আমাদের প্রাণের সংগঠন। এই সংগঠনের সঙ্গে আমরা আছি এবং থাকবো। অনুষ্ঠানের শুরুতেই সদস্য সংগ্রহ করা হয়।

শেয়ার করুন