২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:২৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


ব্যবসায়ীরা আতঙ্কিত
ওজনপার্কে কাপড়ের দোকান জারা লাইফ স্টাইলে ডাকাতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২৪
ওজনপার্কে কাপড়ের দোকান জারা লাইফ স্টাইলে ডাকাতি ডাকাতির পর পুলিশ উপস্থিতি


গত ১৩ মে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে বাংলাদেশী অধ্যুষিত ওজনপার্কে ডাকাতির ঘটনা ঘটেছে। ওজনপার্কের ৭৫ ও ড্রিউ স্ট্রিটের মধ্যে অবস্থিত জারা লাইফ স্টাইল ও টাকা প্রেরণের প্রতিষ্ঠানে অস্ত্রধারী ডাকাত দোকানের ভিতরে ঢুকে দোকানের কর্মচারি আখলাকুর রহমান সাগরকে বন্দুক তাক করে বাথরুমের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। কর্মচারিকে বাথরুমে আটকিয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। টাকার পরিমাণ ১০ হাজার ডলারের মত হবে বলে দোকানের মালিক সূত্রে জানা যায়। ঘটনার সময় দোকানের মালিক রাজু আহমদ ৩ ব্লক দূরে আল মদিনা পার্টি হলে একটি অনুষ্ঠানে ছিলেন। ঘটনার পর পুলিশে খবর দিলে পুলিশ সব আলামত সংগ্রহ করে এবং তদন্তের স্বার্থে পুলিশ দোকানের ক্যামেরার ফুটেজ নিয়ে যায়।

দোকানে কর্মরত সাগর জানান, আনুমানিক রাত সাড়ে নয়টায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির মিনিটখানিক পূর্বে ২ জন কাস্টোমার (একজন পুরুষ অন্যজন মহিলা) বাংলাদেশে টাকা প্রেরণ করে বেরিয়ে যাওয়ার পর মুহূর্তেই মুখে মাস্ক পরা ২ জন লোকের মধ্যে একজন দরজার সামনে দাঁড়িয়ে যায়। অপর লোকটি ভিতরে ঢুকে প্রথমে ক্রেতার অভিনয় করে। যাতে সবাই কাস্টোমার মনে করে। এ সময় ভিতরে থাকা লোকটি সুযোগ বুঝে আমার দিকে বন্দুক তাক করে প্রথমে আমার পকেট থেকে মানিব্যাগ ও আই ফোন নিয়ে যায় এবং আমার বুকে আঘাত করে আমাকে বাথরুমে নিয়ে যায়। আমাকে বাথরুমে রেখে দরজা বন্ধ করে দেয়। আমাকে আটকে রেখে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। টাকার পরিমাণ আনুমানিক ১০ হাজার ডলারের কথা সাগর ও দোকানের মালিক রাজু আহমদ এ প্রতিবেদককে জানান। পরে অবশ্য সাগরকে দরজা ভেঙ্গে বের করা হয়। এবং দোকানের মালিক রাজুকে খবর দেয়া হয়।

পুলিশে খবর দিলে পুলিশ এসে সব আলামত সংগ্রহ করে নিয়ে যায়। গত ১৪ মে মঙ্গলবার বিকেল ৩ টায় এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অতিব্যস্ততম জনাকীর্ন এলাকায় সন্ধ্যার পর পর দুর্র্ধষ ডাকাতির ঘটনায় সবার মধ্যে আতংক বিরাজ করছে। অনেকে আবার ৮০/৯০ দশকের অরাজকতার আশঙ্কায় ভুগছেন। অনেকের সাথে আলাপে বললেন, ঐ সময় এই এলাকায় এত বাংলাদেশী বা বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান ছিলো না। এখন এই এলাকা বাংলাদেশী অধ্যুষিত। এই অবস্থায় সবাই একত্রিত হয়ে পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে দুর্বৃত্তদের প্রতিরোধ ও কমিউনিটির নিরাপত্তার জন্য কাজ করা উচিত। এ জন্য ওজনপার্ক বিজনেস এসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

শেয়ার করুন