২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ০৯:৫০:১৭ পূর্বাহ্ন


কোপায় আর্জেন্টিনার শিরোপা উৎসব
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৪
কোপায় আর্জেন্টিনার  শিরোপা উৎসব লাওতারো মার্তিনেজের এই শটেই কোপা আমেরিকার একমাত্র গোলটি হয়/ছবি সংগৃহীত


আর্জেন্টিনা বলেই উত্তেজনার পারদ ছড়াচ্ছিল আগের দিন থেকেই। কোপা আমেরিকা নিয়ে এর আগে বাংলাদেশে এতটা উচ্ছাস দেখা যায়নি। কিন্তু লিওনেল মেসির আর্জেন্টিনাতে উৎসবমুখর হয়ে যায় এ ফাইনাল।


বাংলাদেশ সময় সকাল সোয়া সাতটায় শুরু হওয়া ম্যাচে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের একমাত্র গোল নিয়ে শিরোপা অক্ষুন্ন রাখে কোপা আমেরিকা কাপের। আগুনঝড়া ফাইনালে কলম্বিয়াকে ওই এক গোলে হারিয়ে উৎসবে মেতে ওঠে আর্জেন্টিনা, মেতে ওঠে দেশটির সমার্থকদের। বাংলাদেশেও রীতিমত এর উত্তাপ বিরাজ করে।


ফাইনালের আগে মাঠে ঢোকা নিয়ে কলম্বিয়ান দর্শকদের সঙ্গে আইনশৃংখলাবাহিনীর এক পশলা বিবাদ। এতেই দেরীতে শুরু হয় খেলা। যা শুরুর কথা ছিল ৬ টায়।


মাঠেও এই উত্তাপ রীতিমত। দুই দলই লড়েছে জানপ্রাণ উজার করে। তবে কলম্বিয়ার দাপট একটু বেশীই ছিল। যা আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ সেভ করে বঞ্চিত করে রাখেন কলম্বিয়াকে। খেলার প্রথমার্থ ও দ্বিতীয়ার্ধ গোলশুন্যের পর অতিরিক্ত সময় (১১২ মিনিট) ফাইনালের একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ। কলম্বিয়া পরিশোধের চেষ্টা করেও আর পারেনি। এর মিনিট ১০ এরপর রেফারী খেলার শেষ বাঁশি বাজান। এটা আর্জেন্টিনার টানা দ্বিতীয় কাপ জয়।  

এর আগে ইরোতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন।


শেয়ার করুন