০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৯:০৭:০৩ অপরাহ্ন


নিউইয়র্কে স্বল্পমূল্যের আবাসনে ২ বিলিয়ন ডলারের প্রকল্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
নিউইয়র্কে স্বল্পমূল্যের আবাসনে ২ বিলিয়ন ডলারের প্রকল্প


নিম্ন আয়ের নিউইয়র্কবাসীর জন্য আবাসন নির্মাণ, সংরক্ষণ ও সংস্কারের জন্য নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং সিটি কাউন্সিল কর্তৃক ঘোষিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এর মধ্যে প্রায় ৭৯২ মিলিয়ন ডলারের সাশ্রয়ী মূল্যের মাল্টি-ফ্যামিলি ভবন এবং নিম্ন থেকে অত্যন্ত নিম্ন আয়ের নিউইয়র্কবাসীর জন্য আবাসন নির্মাণ করবে। সিটি ও স্টেটের যৌথ পার্টনারশিপে আরো প্রায় ১৫০ মিলিয়ন ডলারের বাড়ি নির্মাণ এবং সংস্কারকাজে ব্যয় করবে। নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির জন্য বরাদ্দ করা ৭০০ মিলিয়ন ডলার মূলত পার্মানেন্ট অ্যাফোর্ডেবিলিটি কমিটমেন্ট টুগেদার (পিএসিট) প্রোগ্রাম এবং পাবলিক হাউজিং প্রিজারভেশন ট্রাস্টের মাধ্যমে পাবলিক হাউজিং সংরক্ষণ ও সংস্কারের ব্যয় করা হবে। মোট ২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির অর্ধেক আসন্ন ২০২৫ অর্থবছরের ব্যয় করা হবে। বাকি এক বিলিয়ন ডলার ২০২৬ সালে ব্যয় করা হবে। 

সিটি কাউন্সিল আগামী পাঁচ বছরে হাউজিং প্রিজারভেশন কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এইচপিডি)-এর জন্য অতিরিক্ত ৩.৬৬ বিলিয়ন ডলারের মূলধন তহবিলের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে অতিরিক্ত তহবিল আসে, যার মধ্যে ৭৩২ মিলিয়ন ডলার বার্ষিক বৃদ্ধি সামর্থ্যরে চাহিদা মেটাতে সাশ্রয়ী মূল্যের আবাসন এবং বাড়ির নির্মাণের প্রোগ্রাম। অ্যাডামস প্রশাসন সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ এবং সংরক্ষণের জন্য আরো সংস্থানগুলোর জন্য চাপ দিয়েছে। মেয়র অ্যাডামস তার মেয়াদের শুরুতে আগামী ১০ বছরে ৫ লাখ ইউনিট নতুন আবাসন তৈরির জন্য একটি লক্ষ্য ঘোষণা করেছিলেন। তখন থেকে তিনি সাশ্রয়ী মূল্যের আবাসন সম্পর্কিত বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ করছেন। 

শেয়ার করুন