১৬ জুন ২০২৫, সোমবার, ০৯:৫৭:০৯ পূর্বাহ্ন


জাতিসংঘে স্মারকলিপি পেশ
নৈরাজ্য বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র আ.লীগের বিক্ষোভ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৪
নৈরাজ্য বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র আ.লীগের বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ


দেশজুড়ে জামায়াত-বিএনপির আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিবদমান গ্রুপ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন প্রায় সপ্তাহজুড়ে বিক্ষোভ সমাবেশ পালন করেছে। এসব বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে, জাতিসংঘের সামনে, জ্যাকসন হাইটস, ব্রঙ্কসসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায়। গত ২৯ জুলাই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতিসংঘের সামনে। বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, ফজলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধির হাতে স্মাারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুলস সামাদ আজাদ, সহ-সভাপতি সামসুদ্দীন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, কার্যকরি কমিটির সদস্য খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হাজি এনাম, ইঞ্জিনিয়ার সিদ্দিক, হাকিবুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, স্বেচ্ছাসেব লীগের সাবেক সভাপতি নূরুজ্জামান সর্দার, এম জাহাঙ্গীর, অ্যাডভোকেট শাজ বখতিয়ার, ফরিদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান প্রমুখ।

এদিকে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ২৪ জুলাই অপরাহ্নে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সহযোগিতায় ছিল নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। 

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুল হাসান। অন্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

সমাবেশে বক্তারা জামায়াত-বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা এবং জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। কোটা আন্দোলনের নামে জামায়াত-বিএনপি বাংলাদেশে তাণ্ডব ও দেশজুড়ে নৈরাজ্য আগুন সন্ত্রাস করেছে তার প্রমাণসহ স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের অফিসার সিয়েরা দেহম্যান্ডের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় সেখানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম ফজলুর রহমান, কার্যকরি সদস্য হিন্দাল কাদির বাপ্পা, যুবলীগের সাবেক নেতা এ এস ই এম আলি খবির চাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সোলেমান আলী, সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রলেন, শ্রম সম্পাদক আশরাফ উদ্দিন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুন্নবী বাকি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদেক শিবলু, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার, ছাত্রলীগ নেতা রায়হান মাহমুদ, হৃদয় মাহমুদ, সঞ্জিত হোসেন, মেসবাহ জাভেদ পরশ প্রমুখ।

এর আগে নিউইয়র্ক সিটির ডাইভারসিটি প্লাজায় এবং ফ্লোরিডায় স্টেট আওয়ামী লীগের এক মানববন্ধন থেকেও একই দাবি জানানো হয়। ফ্লোরিডার মানববন্ধন থেকে নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, কোমলমতি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ৭১-এর পরাজিত শক্তি জামায়াত এবং তাদের দোসর বিএনপি বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে। এহেন নাশকতার প্রতিবাদে এই র‌্যালি ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রোববার সন্ধ্যায় ফ্লোরিডাস্থ লেকওয়ার্থ সিটিতে ক্র্যাজি মারিয়ো রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত হয়। স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার খান দিপু ও যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের সব শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশ নেন। 

বিক্ষোভ-সমাবেশের পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, ছাত্রদের কোটা আন্দোলন আমরাও সমর্থন করি, কিন্তু কোটা আন্দোলন আর ছাত্রদের আন্দোলনে নেই। ৭১-এর পরাজিত শক্তি জামায়াত-বিএনপি এ আন্দোলনকে ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। তারা বাংলাদেশ টেলিভিশন, মেট্রোরেল, দুর্যোগ ব্যবস্থাপনাসহ অনেক সরকারি স্থাপনায় ধ্বংসলীলা চালায়, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে দেশ-বিদেশে জনমত গড়ে তোলার আহ্বায়ক জানান দেশপ্রেমিক প্রবাসীদের প্রতি।

শেয়ার করুন