সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের সই করা
বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহারের ভিত্তিতে সাধারণ
পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করা হয়েছে। এ সংক্রান্ত
নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।
এছাড়া যেসব ব্যক্তি কোনও পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন এবং ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে।
এতে করে পতিত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী পরিষদ ও পরিবার সহ যাদের লাল পাসপোর্ট ছিল সেসব লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। এখণ থেকে এ পাসপোর্ট এর কোনো সুফল আর পাবেন না।
তবে কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ না করেন, তাহলে আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নির্দেশনায় উল্লেখ করা হয়নি।